নিউজিল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সেঞ্চুরির অপেক্ষায় উইলিয়ামসন, লাথামের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:11 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বোলাররা যখন পেস আর নো বল দেয়ার কাজে ব্যস্ত তখন রান তুলতে ব্যস্ত সময় পার করছেন কেন উইলিয়ামসন এবং টম লাথাম। এ দুজনের ১৫৪ রানের জুটি ততক্ষণে বড় সংগ্রহ এনে দেয়ার আভাস দিয়েছে নিউজিল্যান্ডকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার পর টেস্ট সিরিজেও দাপট দেখাচ্ছে উইলিয়ামসনের দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৭৮ ওভারে ২৪৩ রান তুলেছে কিউইরা। সেঞ্চুরি থেকে মাত্র ১৪ রান দুরে থেকে আক্ষেপ নিয়ে লাথাম ফিরে গেলেও প্রথম দিন শেষে ৯৭ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন। ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নিতে আর মাত্র ৩ রান দুরে রয়েছেন এই কিউই অধিনায়ক।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দিনের শেষটার মতো শুরুটা অবশ্য রাঙাতেন পারেননি উইল ইয়ং এবং লাথাম। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে শ্যানন গ্যাব্রিয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। তাতে ১ চারে ১১ বলে মাত্র ৫ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে।

ইয়ং ফিরে যাওয়ার পরের গল্পটা কেবলই লাথাম এবং উইলিয়ামসনের। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। যেখানে লাথামের হাফ সেঞ্চুরি পেতে খেলতে হয়েছে ১২৬ বল আর উইলিয়ামসনের লেগেছে ১৩৪ বল। টেস্ট ক্যারিয়ারে ১৮তম হাফ সেঞ্চুরি তুলে নেয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ৮৬ রান করে ফিরে গেলে ভাঙে তাদের ১৫৪ রানের অনবদ্য জুটি।

লাথাম ফিরেও গেলেও রস টেলরকে নিয়ে দিনের বাকি সময় পার করেন কিউই অধিনায়ক। ৯৭ রানে অপরাজিত থাকা উইলিয়ামসনের সঙ্গে ৬১ বলে ৩১ রান করে অপরাজিত আছেন টেলর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৪৩/২ (ওভার ৭৮); (কেন উইলিয়ামসন ৯৭*, টম লাথাম ৮৬, রস টেলর ৩১*, কেমার রোচ ১/৫৩, শ্যানন গ্যাব্রিয়েল ১/৬২)