বাংলাদেশ ক্রিকেট

সহসাই বাড়ছে না ভেটরির চুক্তি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:43 বুধবার, 02 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গেল বছরের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় দলের স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ডেনিয়েল ভেটরি। ১০০ দিনের জন্য তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই হিসাবে কথা ছিল করোনার কারণে স্থগিত হওয়া অস্ট্রেলিয়া বিশ্বকাপের শেষ অবধি দায়িত্ব পালন করবেন তিনি।

করোনা বিরতি বাদ দিয়ে ইতোমধ্যেই তাঁর দায়িত্ব নেবার ৬০ কর্মদিবস পেরিয়ে গেছে। বাকি রয়েছে আর ৪০ দিন। এটাই স্বাভাবিক বিষয় যে এখন থেকেই বিসিবি পরিকল্পনা শুরু করবে ভেটরির সঙ্গে চুক্তি বাড়াবে কিনা। কিন্তু এখনই তাঁর সঙ্গে চুক্তি বাড়াবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

ভেটরির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সেটি বাড়াবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে বিসিবির তরফ থেকে।

সম্প্রতি বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আকরাম বলেন, 'আমি সম্প্রতি তার (ভেটরি) সঙ্গে কথা বলেছি এবং তিনি মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন যে তিনি চুক্তির মেয়াদ আপাতত শেষ করবেন। তাকে প্রথমে এটি সম্পন্ন করতে দিন। পরে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব।'

'তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। মেয়াদ শেষ হলে বোর্ডের সকল সদস্যের সাথে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।'

ভারত সফর, এশিয়া কাপ, ২০২০ সালে নিউজিল্যান্ড সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ভেটরিকে। চুক্তি অনুযায়ী প্রতিদিনের জন্য ভেটরির পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ মার্কিন ডলার।