নিউজিল্যান্ড - পাকিস্তান সিরিজ

পাকিস্তানকে নিয়ে খেলছে করোনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 07:58 বুধবার, 02 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে পাকিস্তান জাতীয় দল। প্রথমে ৬ জনের পর সেই দলের আবারো একজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রনালয় খবরটি নিশ্চিত করেছে। এই নিয়ে নিউজিল্যান্ডে অবস্থান করা পাকিস্তান দলের ৮ জন ক্রিকেটার করোনা পজিটিভ হলেন।

পাকিস্তান গত ২৬ নভেম্বর ৩টি টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌছেছিল। সেখানে পৌছানোর পর বাধ্যতামূলক করোনা পরীক্ষায় ৬ জনকে করোনা আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছিল। তাদের সংস্পর্শে এসেছিলেন এমন ৩ জনকে এরপর আইসোলেশনে পাঠিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রনালয়। তাদের মধ্যে নতুন করে আর একজন করোনা পজিটিভ হলেন।

নিউজিল্যন্ডের স্বাস্থ্য মন্ত্রনালয় সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। তবে একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ক্যানটারবেরির স্বাস্থ্য অধিদফ্তর সন্তুষ্ট না হওয়া অবধি পাকিস্তান দলকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হবে না। তারা আরো জানিয়েছে যতদিন পর্যন্ত না ক্রিকেটারদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকবে ততদিন পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে।

যদিও পিসিবি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এমনকি তারা করোনা পজিটিভ হওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করতেও অস্বীকৃতি জানায়। তবে তারা আশা করছেন করোনা পরীক্ষায় নেতিবাচক ফলাফল আসা ক্রিকেটাররা জৈব বলয়ের মধ্যে থেকে অতি দ্রুত অনুশীলন শুরু করবেন।

এর আগে ইংল্যান্ড সফরের সময়ও পাকিস্তানের ৯ জন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিলেন। এবার নিউজিল্যান্ড সফরেও তাদের মধ্যে দুইজন আবারো করোনায় আক্রান্ত হলেন। তাই প্রথমবারের ছয়টি ফলাফলের মধ্যে দুটি ফলাফলকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট।

বর্তমানে আইসোলেশনে থাকা ক্রিকেটারদের রবিবার আর একদফা করোনা পরীক্ষা করানো হবে। তাদের ফলাফল নেতিবাচক হলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন থেকে মুক্তি পাবেন তারা। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার এই সিরিজটি আগামী ১৮ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে।