ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ভাইয়ের এক ওভারে ৬ ছক্কা স্মিথের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:31 মঙ্গলবার, 01 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটে আপনি যখন আপন ভাইয়ের প্রতিপক্ষ তখন নিঃসন্দেহে সেখানে ভালোবাসার জায়গা নেই। এবার সেটাই দেখা গেছে ক্যারিবিয়ান দ্বীপে। নিজের ভাই কেমার স্মিথের এক ওভারে ছয় ছক্কা মেরে সেটারই যেন প্রমাণ দিলেন ডোয়াইন স্মিথ।

ক্রিকেট মাঠে একটি জাতীয় দলের এগারো জন শুধুই ক্রিকেটার নন, তারা প্রতিনিধিত্ব করেন একটা দেশের। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা উঠে আসে ভিন্ন ভিন্ন শহর আর পরিবার থেকে। তবে এমনটাও মাঝে মাঝে দেখা গেছে যে জাতীয় দলের হয়ে একইসঙ্গে খেলছেন দুুই কিংবা ‍তিন ভাই। একই দলের হয়ে একসঙ্গে প্রতিনিধিত্ব করেছেন, এমন ভাই যুগলের সংখ্যা নেহাত কম নয়।

শুধু জাতীয় দলই নয়, দেশের ঘরোয়া ক্রিকেট কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে এমন চিত্র অনেকবারই দেখা গেছে। তবে ভাই হয়ে ভাইয়ের বিপক্ষে খেলেছেন এমন সংখ্যাটা ফুটবলে একটু বেশি হলেও ক্রিকেটে খুবই কম। তবে এবার ভাই হয়ে ভাইয়ের প্রতিপক্ষ হিসেবে খেলতে দেখা গেলো স্মিথযুগলকে।

ক্যারিবিয়ান দ্বীপে সিআর.বি.র এবং এরোল হোল্ডার স্টারসের ম্যাচে দুই দলের হয়ে খেলছিলেন তারা দুই ভাই। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকেন ডোয়াইনে। তবে নিজের ভাই অফস্পিনার কেমারকে পেয়ে যেন আরও বেশি আক্রমণাত্বক হয়ে উঠেন তিনি।

ভাইকে পেয়ে এক ওভারে ছয় ছক্কা মেরে বসেন সাবেক এই অলরাউন্ডার। বয়সটা ৩৭ হলেও এখনও ব্যাট হাতের নিজের সক্ষমতা যে একটু কমেনি সেটি আরও একবার দেখালেন তিনি। যদিও ৪৬ রান করে অ্যাশলে নার্সের বলে ফিরে যান ডানহাতি এই ওপেনার।

এক ওভারে ছয় ছক্কার খাওয়ার পর প্রতিশোধ নেয়ারও সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কেমার। ডোয়াইনের বলে শূন্য রানে ফিরে যান তিনি।

ভাই হয়ে ভাইয়ের বিপক্ষে খেলেছে এমন চিত্র দেখা গেছে এর আগেও। যদিও সেদিন এমন ঘটনা ঘটেনি। সেদিন প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি এবং তার ভাই শেন লি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ম্যাচে শেনকে সেদিন আউট করেছিলেন ব্রেট লি।