বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ, মাশরাফির দুঃখ প্রকাশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 10:29 মঙ্গলবার, 01 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

মঙ্গলবার সকালে হুট করেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের হাজির মাশরাফি বিন মর্তুজা। বেলা ১২টার খানিক পর একাডেমি মাঠে অনুশীলনের জন্য আসেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। সে সময় মাঠে অনুশীলন করছিল ফরচুন বরিশাল এবং গাজি গ্রুপ চট্টগ্রাম। 

মুহূর্তের মধ্যেই দুই দলের অনুশীলনকে ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠেন মাশরাফি। জানা গেছে, ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করিয়েই মিরপুর এসেছিলেন তিনি। তবে ডানহাতি এই পেসারের অনুশীলন করার কথা ছিল ইন্ডোরের মাঠে। 

ভুলক্রমে একাডেমি মাঠে চলে এসেছিলেন মাশরাফি। সেখানে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন করেন তিনি। এরপর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের বিষয়টি জানতে পেরে দুঃখ প্রকাশ করে বের হয়ে যান সাবেক এই ওয়ানডে অধিনায়ক। তবে অনুশীলন করাকালীন মাঠে উপস্থিত বাকি ক্রিকেটার বা কোচিং স্টাফদের নিজের কাছে আসতে দেননি মাশরাফি।

মাশরফির ভুলক্রমে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'উনি করোনা টেস্ট করিয়েছিলেন ব্যক্তিগত ভাবে। আমাদের এখানে করাননি।'

'তাঁর অনুশীলন করার কথা ছিল ইনডোরের মাঠে। উনি সেটা বুঝতে পারেননি। যযখন সে বুঝতে পেরেছে তাঁর জন্য অন্য জায়গা তৈরি করা হয়েছে তখন সে স্যরি বলে বেরিয়ে গেছে' আরও যোগ করেন বিসিবির এই চিকিৎসক।

করোনাকালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা ক্রিকেটারদের সুরক্ষার জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা বিসিবি প্রেসিডেন্স কাপেও ছিল। এই বলয়ে ক্রিকেটার বা তাদের সঙ্গে থাকা কোচিং স্টাফ বাদে আর কারও প্রবেশের অনুমতি নেই।

এদিকে মঙ্গলবার সকালে একাডেমি মাঠে এসে কিছুক্ষণ গা গরম করে বোলিং অনুশীলন করেন মাশরাফি। সেখানে বিসিবির ট্রেইনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ২৫-৩০ মিনিট বোলিং (৪ ওভার) অনুশীলন করেন তিনি।

এরপর বেলা ১টা ৫ মিনিট থেকে রানিং শুরু করেন মাশরাফি। রানিংয়ের দুই রাউন্ড পরই হাঁপিয়ে যান তিনি। পরে ধীরে ধীরে পাঁচ রাউন্ড শেষ করে ছাউনিতে গিয়ে বসে পড়েন।

এই বিষয়ে তুষার কান্তি গণমাধ্যমকে বলেন, 'আসলে ও ওর মত করে অনুশীলন করেছে করোনা পরবর্তী। এখন ও ওজন কমিয়ে একটা অবস্থায় আসতে চায়। এ ব্যাপারে আমি সাহায্য করছি। ৪ ওভার বল করেছে ফুল রানাপে। ওর ইচ্ছের উপরই।' 

'ও চেয়েছে তাই আমরা সাহায্য করছি।  যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়েতো তার তেমন কোন সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে উঠবে' আরও যোগ করেন তিনি।

চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন মাশরাফি। সেই সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতিও টানেন তিনি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামালের হয়ে একটি ম্যাচ খেললেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়।

করোনার প্রাদুর্ভাবের মাঝে প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেট মাঠে ফিরলেও ফিটনেস ইস্যুতে সেখানে অংশ নেননি মাশরাফি। কারণ এর আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর চলতি টি-টোয়েন্টি কাপে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরিতে পরেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।