লঙ্কা প্রিমিয়ার লিগ

‘ছেলে, তোমার জন্মের আগে থেকে সেঞ্চুরি করি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 09:17 মঙ্গলবার, 01 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

১৯৯৬ এ পাকিস্তানের জাতীয় দলের হয়ে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় শহীদ আফ্রিদির। এরপর থেকে দেশের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন তিনি। অভিষেকের ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে তখনকার সময়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন সাবেক এই অলরাউন্ডার।

তখনও অবশ্য জন্ম হয়নি নাভিন উল হকের। ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন আফগানিস্তানের এই পেসার। তরুণ এই পেসারের সঙ্গে সোমবার বাকবিতাণ্ড হয় আফ্রিদির। যেখানে ম্যাচ শেষে তা রূপ নেয় অন্য এক পর্যায়ে। ক্ষুব্ধ আফ্রিদির রাগান্বিত ব্যবহার নিতে পারেননি ওই পেসারও। যে কারণে তিনিও পাকিস্তানের সাবেক এই অধিনায়কের উপর চড়াও হয়ে বসেন।

আফ্রিদিও অবশ্য ছেড়ে কথা বলেননি। এ প্রসঙ্গে পাকিস্তানের বিশ্বস্ত এক সাংবাদিক টুইটে লিখেছেন, ক্যান্ডি টাস্কারস ও গল গ্ল্যাডিয়েটরসের লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে শহীদ আফ্রিদি ও আফগানিস্তানের ২১ বছর বয়সি নাভিন উল হকের মধ্যে পরিস্থিতি গরম হয়ে উঠেছিল। আফ্রিদি বলেছেন, ‘ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।’

ঘটনাটার শুরুটা হয়েছিল অবশ্য মোহাম্মদ আমির এবং নাভিনকে দিয়ে। ক্যান্ডির বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নামে আফ্রিদির গল। শুরুর দিকে বেশ উত্তেজনাপূর্ণ এক ম্যাচের আভাস মেললেও শেষ দিকে অবশ্য প্রতিযোগিতা ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে নাভিনে বিপক্ষে ব্যাট করছিলেন আমির। যেখানে নাভিনের প্রথম বলেই ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরের দুই বল অবশ্য ডট দেন এই আফগান পেসার। তারপর আমিরকে বেশ কয়েকটি কথা শুনিয়েছেন ডানহাতি এই পেসার।

এদিন আরও একবার শূন্য রানে ফিরে গেছেন আফ্রিদি। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারার খুব কাছে রয়েছেন তিনি। আর মাত্র ২ বার ডাক মারলেও সবার উপরে চলে যাবেন তিনি। আমির ও নাভিনের বাকবিতাণ্ড চোখ এড়ায়নি অধিনায়ক আফ্রিদির। যে কারণে ম্যাচ শেষে দুদল যখন কনুই মেলাচ্ছিলেন তখন নাভিনকে আফ্রিদি জিজ্ঞাসা করেন কি হয়েছে? তখনই আসলে ঘটে ঘটনাটি।

এলপিএলে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের ‍মুখ দেখেনি গল। প্রথম ম্যাচে জাফনা স্ট্যালিয়নসের বিপক্ষে হারের পর হেরেছে কলম্বো কিংসের সঙ্গেও।