বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

শিঘ্রই ফিরছেন সাইফউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:36 মঙ্গলবার, 01 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে গোড়ালির ইঞ্জুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিনিস্টার গ্রুপ রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছিল প্রায় ১ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

৭ দিন পার হয়ে গেলেও এখনও ম্যাচ খেলার জন্য ফিট হয়ে ওঠেননি সাইফউদ্দিন। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়, আরও চারদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

এরপর মাঠে দেখা যাবে এই অলরাউন্ডারকে। দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জেমকন খুলনা অথবা ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরবেন তিনি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজশাহীর প্রধান কোচ সরোয়ার ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'সাইফুদ্দিনকে আমরা চেস্টা করছি ৬ তারিখের দিকে খেলাতে। সম্ভবত ৬ তারিখে বা ৮ তারিখে সে হয়ত ম্যাচটা পাবে।'

এর আগে গেল ২২ নভেম্বর অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাইফউদ্দিন। তৎক্ষণাৎ অনুশীলন থামিয়ে ডাগআউটে চলে আসেন তিনি।

ইতোমধ্যেই এই অলরাউন্ডার মিস করেছেন টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ। যেখানে তার দল রাজশাহী জয় পেয়েছে দুটি ম্যাচে।

প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে ভেড়ানোর সুযোগ থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভেড়ায় দলটি।