ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ইস্যুতে ক্ষমতাহীন আইসিসির প্রেসিডেন্ট!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 সোমবার, 30 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরত্ব বেশ পুরনো। রাজনীতির টেবিল ছেড়ে এই দ্বৈরত্বের ঝাঁঝ ক্রিকেট মাঠেও আছড়ে পরে। গত ১৩ বছর ধরে এই দেশ দুটি যে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। বিশ্বকাপ কিংবা আইসিসির ইভেন্টগুলোতে এশিয়ার এই দেশ দুটোকে ব্যাটে বলে লড়াই করতে দেখা যায়।

সম্প্রতি এই দুই দেশের ভূরাজনীতিগত শত্রুতা আবারো চরম পর্যায়ে এসে পরেছে। তার প্রভাব ক্রিকেট মাঠেও পরতে শুরু করেছে। পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সর্বশেষ ভারতে গিয়েছিল ২০০৭ সালে। আর ভারত সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল সেই ২০০৬ সালে।

যদিও ২০১১ বিশ্বকাপ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। কিন্তু আসন্ন ২০২৩ বিশ্বকাপ নিয়ে পাকিস্তানীদের মধ্যে শঙ্কা জেগেছে। দেশ দুটির রাজনৈতিক উত্তেজনার কারনে পাকিস্তানকে ভিসা দেবে না বলেও জানিয়েছিল ভারত। এ কারনে আইসিসির সরণাপন্ন হয়েছিল পাকিস্তান।

সম্প্রতি আইসিসির নবনিযুক্ত প্রেসিডেন্ট জর্জ বার্কলে জানিয়েছেন দুই দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে তার কিছু করার ক্ষমতা নেই। এশিয়ান নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'এর বাইরে আমি মনে করি না যে ভারত-পাকিস্তান ইস্যুতে এর চেয়ে বেশি কিছুর করার আদেশ বা ক্ষমতা আমার আছে। এটা আমার ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের যতটুকু করার সামর্থ্য ছিল আমরা তা করেছি।'

ভারত-পাকিস্তান তাদের পূর্বের সম্পর্ক বজায় রেখে আবারো ক্রিকেট খেলতে দেখলে বার্কলের মত খুশি আর কেউ হবেন না বলেও জানান আইসিসির এই প্রেসিডেন্ট। বাস্তবতা বুঝতে পারার কারনে দুই দেশের রাজনেতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বার্কলে আরো বলেন, 'ভারত এবং পাকিস্তান যদি তাদের পূর্বের মধুর সম্পর্ক বজায় রেখে আবারো ক্রিকেট খেলে আমি এটি দেখার মত আনন্দ আর অন্য কিছুতে পাবো না। আমি বাস্তবতা বুঝতে পারছি। এখানে তাদের ভূরাজনীতিগত বিষয় জড়িত রয়েছে। যা ক্রিকেটের সম্পূর্ণ বিপরীত।'