ক্যারিবীয়দের ঘুরে দাঁড়ানোর লড়াই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 শনিবার, 28 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টেয়েন্টি ক্রিকেটে টানা চার ম্যাচ হারের পর গত শুক্রবার (২৭ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। রবিবার (২৯নভেম্বর) সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে কিউরা।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছিল তারা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির অধিনায়ক টিম সাউদি। শুরুতে এটিকে তাদের ভুল সিদ্ধান্ত মনে হলেও অসাধারণভাবে ঘুরে দাড়িয়েছিলেন তারা। প্রথম তিন ওভারেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ৫৫ রান তুললেও লকি ফার্গুসন ও সাউদির বোলিং তোপে ৬০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছিল দলটি।

যদিও পরে উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড এবং ফ্যাবিয়ান এ্যালেন স্কোর বোর্ড মেরামতের দায়িত্ব নেন। পোলার্ড মাত্র ৩৫ বলে ৭৫ রানের বিদ্ধিংসী ইনিংস খেললে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের লক্ষ্য দাড়ায় ১৬ ওভারে ১৭৬। উইন্ডিজ বোলারদের নির্বিশ বোলিংয়ে চার বল হাতে রেখেই সেই লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা। টপ অর্ডার ব্যার্থ হলেও তাদের পক্ষে মিডল অর্ডারে জিমি নিশাম এবং মিচেল স্যান্টনারের দায়িত্বশীল ব্যাটিংয় জয়ের বন্দরে পৌছে দেয় টিম নাউদির দলকে।

প্রথম ম্যাচ শেষে ৫ উইকেট পাওয়া ফার্গুসন তাই বলেছিলেন দলে এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। সিরিজ নির্ধারণে এই ম্যাচটায় তাই তার বোলিংয়ের দিকে আবারো তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড। এছাড়াও নিশামের কার্যকরী ব্যাটিং তাদের জন্য বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে। তবুও কিউই টিম ম্যানেজমেন্ট চাইবে এই ম্যাচে টপ অর্ডারে রানে ফিরুক। কেননা মার্টিন গাপটিল হাত খুলে খেলার আগেই সাজ ঘরে ফিরে গিয়েছিলেন। এছাড়াও অভিজ্ঞ রস টেলরের থেকেও প্রত্যাশার প্রতিদান চাইবেন তারা।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ টিমে ওপেনিং জুটি ভালো শুরু এনে দিলেও উইকেটে থিতু হতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। সেক্ষেত্রে টপ অর্ডারের কাছ থেকে ইনিংস গড়ার প্রত্যাশা করবেন পোলার্ড। অন্যদিনে নিকোলাস পুরানের দিকেও তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। পেস এবং স্পিন উভয় ক্ষেত্রেই সমান পারদর্শী তিনি। বাজে বল সীমানা ছাড়া করার অসম্ভব প্রতিভা রয়েছে তার। মিডল অর্ডারে অধিনায়ক পোলার্ডও দ্রুত রান তুলতে পারদর্শী। বোলিংয়ে গতি সম্পূর্ণ ওশানে থমাসের গতির সঙ্গে উইলিয়ামস এবং শেলডন কর্টরেলের কার্যকরী বোলিং সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

প্রথম ম্যাচে ইডেন পার্কের ছোট বাউন্ডারির কারনে ইস সোধিকে খেলায়নি নিউজিল্যান্ড। তাই মাউন্ট মঙ্গুনাইয়ে দ্বিতীয় ম্যাচে তাকে সেরা একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে ঐ ম্যাচে পায়ে ব্যাথা পাওয়া গ্রিন ফিলিপসকে আজ দলের অনুশীলনে ব্যাট করতে দেখা গেছে। রবিবারের ম্যাচে খেলতে তাই বাঁধা থাকছে না তাঁর।

ওয়েস্ট ইন্ডিজ দলে কোন পরিবর্তনের আভাস নেই। আগের ম্যাচের সেরা একদশ নিয়েই মাঠে নামতে দেখা যেতে পারে দলটিকে। দলে পরিবর্তন না থাকলেও দলীয় পারফরম্যান্সে পরিবর্তন চাইবে তাঁরা। কেননা তাদের দলে ভঙ্গুর ব্যাটিং লাইনআপ এবং নির্বিশ বোলিংয়টা আরো ধাঁরালো প্রত্যাশা করবে টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ : টিম সেইফার্ট (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, ডিভন কনওয়ে, রস টেলর, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, লকি ফার্গুসন, ইশ সোধি।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: আন্দ্রে ফ্লেচার, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, শিভরন হেটমেয়্যার, কাইরন পোলার্ড (অধিনায়ক), শেলডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশান টমাস, কেমো পল, ক্যাস্রিক উইলিয়ামস।