বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট মিঠুন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:34 শনিবার, 28 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উড়ন্ত শুরু করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ের পর শনিবার জেমকন খুলনাকেও তারা হারিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

দুই ম্যাচের কোনোটিতেই প্রতিপক্ষকে একশ রানও করতে দেয়নি চট্টগ্রাম। খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে খুশি দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। যারাই সুযোগ পাচ্ছে ভালো করায় খুশি তিনি।

ম্যাচ শেষে মিঠুন বলেন, 'হ্যাঁ। অবশ্যই। দল হিসেবে আমরা যেভাবে খেলছি। তাতে আমি খুবই মুগ্ধ। আমি খুব খুশি সব বোলার দারুণ বোলিং করেছেন। দুই ম্যাচেই তিনজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে। তারা তাদের কাজটা করেছে ঠিকভাবে।'

দুই ম্যাচে চট্টগ্রামের পক্ষে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনজন ব্যাটসম্যান। বাকিদের ব্যাটিংয়ে নামার সুযোগই হচ্ছে না। তবে পরবর্তীতে এটা কোনো সমস্যা হবে না বলে মনে করেন মোহাম্মদ মিঠুন। সুযোগ পেলে তারাও নিজেদের কাজটা ঠিকভাবে করবেন বলে বিশ্বাস তার।

তিনি বলেন, 'আসলে এমন না। সবাই ভালো অবস্থানে আছে। তারা সবাই তাদের কাজটা জানে। আমি বিশ্বাস করি যখন সময় আসবে তখন তারা তাদের কাজটা করবে।’

একা কারো ওপর নয় দলের সবাইকে নিয়েই ভাবছেন মিঠুন, 'আমি এটা আগেও বলেছি কোনো একজন খেলোয়াড় আমার কাছে গুরুত্বপূর্ণ না। দল আমার কাছে প্রথম প্রায়োরিটি। আমি সেভাবেই সব কিছু করছি। আমি সবাইকে সমর্থন করার চেষ্টা করছি।’