আইপিএল

বেঙ্গালুরুর কাউন্টার এ্যাটাকিং ব্যাটসম্যান হ্যারি কেন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:49 শনিবার, 28 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ও টটেনহাম হটস্পারের তারকা ফুটবলার হ্যারি কেন। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে ইংল্যান্ড দলের সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে বেশ আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায়।

সেই ভিডিওর ক্যাপশনে তিনি আইপিএলের আগামী আসরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এমনকি বিরাট কোহলিকে মেনশন করে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে জায়গা হবে কি না জানতে চেয়েছিলেন।

তারই প্রতিউত্তরে কেনকে বেঙ্গালুরুর কাউন্টার এ্যাটাকিং ব্যাটসম্যান আখ্যা দিয়েছেন কোহলি।

কেন এবং কোহলি দুজনেরই খেলাটা ভিন্ন আঙ্গিকে হলেও তাদের বন্ধুত্ব বেশ পুরনো। বড় টুর্নামেন্টগুলোর আগে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় দু’জন দুজনকে শুভেচ্ছাবার্তা পাঠাতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় কোহলির কাছে আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন কেন।

নিজের টুইটারে তিনি লিখেন, 'টি-টোয়েন্টি জয়ী পারফর্ম্যান্স আমি পেয়েছি। পরের আইপিএল মৌসুমে আরসিবির হয়ে খেলার জন্য কোনও জায়গা আছে কি কোহলি?’

মুহুর্তেই ভাইরাল হয়ে যাওয়া সেই টুইট চোখ এড়ায়নি কোহলির। তিনি টুইটারে তার প্রতিউত্তরে লেখেন, 'চমৎকার স্কিল সতীর্থ। আমরা তোমাকে কাউন্টার এ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে দলে নিতে পারি।'

শুধু কোহলিই নয় পরে বেঙ্গালুরুও তাদের অফিশিয়াল টুইটারে কেনের অনুরোধের প্রতিক্রিয়া জানায়। তাঁকে বেঙ্গালিরুর ১০ নম্বর জার্সির প্রস্তাব দেয় তারা।

কেনকে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হয়। চলতি মৌসুমে টটেনহামের হয়ে ৯ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। তারই সুবাদে টটেনহাম বর্তমানে ২০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তকলিকার শীর্ষে রয়েছে।