এলপিএল

আফ্রিদির ছক্কা ঝড়ের পরও জিতলো না গ্ল্যাডিয়েটরস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 06:07 শনিবার, 28 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিংয়ে ছিলেন ২৪ বল। এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ছয়টি, চারের মার ছিল তিনটি। ঝড়ো এই ইনিংস থেমেছে ৫৮ রানে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির এমন ঝড়ের পরও লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জয় পায়নি তার দল গল গ্ল্যাডিয়েটরস।

শুক্রবার রাতে জাফনা স্টেলিয়ানসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে তারা। টস জিতে আগে ব্যাট করতে নামে গলে। উদ্বোধনী জুটিতে ২৪ রান তুলে ৭ বল থেকে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার কেশরিক ওয়ালটন।

আরেক ওপেনার ধানুস্কা গুনারত্মে ৩০ বল থেকে করেন ৩৮ রান। তবে গ্ল্যাডিয়েটরসের রানের চাকা উর্ধ্বমুখী করেন আফ্রিদিই। তিনি ছাড়া আর কেউই সেভাবে বড় রান গড়তে পারেননি। নির্ধারিত ২০ ওভারে তাই ১৭৫ রানে থামে গ্ল্যাডিয়েটরস।

জাফনার পক্ষে ৪৪ রান দিয়ে ৪ উইকেট পান দুয়ান্নে ওলেভার। এছাড়া উয়াইনদো হাসারাঙ্গা দুইটি ও থিসারা পেরেরা পান একটি করে উইকেট।

জবাব দিতে নেমে দারুণ শুরু পায় জফনা। উইকেটের অন্য পাশে সঙ্গী বদলালেও আরেক প্রান্তে স্থির ছিলেন ওপেনার আভিস্কা ফার্নান্দো। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫ চার ৭ ছক্কায় ৬৩ বলে ৯২ রান করেন এই ওপেনার।

এছড়া ৩১ বল থেকে ২৭ রান করেন শোয়েব মালিক। তিন বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় গ্ল্যাডিয়েটরস।