বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দল

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 05:22 শনিবার, 28 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই সফরের জন্য বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং নিরাপত্তা যাচাই করতে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। শনিবার সকালে তাঁরা ঢাকা এসে পৌঁছেছেন।

প্রতিনিধি দলের সদস্য দুজন হলেন, ড. আকশাই মানসিং (আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য একই সঙ্গে বোর্ডের ডিরেক্টর) এবং পল স্লোওয়ে (সিকিউরিটি এবং সেফটি ম্যানেজার)। 

আগামী বছরের জানুয়ারিতে সেরা দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট। বাংলাদেশ সফর ক্যারিবীয়দের জন্য সহজ হবে না বলেও মত তাঁর।

আইসিসির ভবিষ্যৎ অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ, সমান ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, 'আমি আশ্বস্ত করতে চাই যে, আমরা বাংলাদেশসহ যে কোনো সফরে সেরা দল পাঠাব। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশ সফর সব সময়ই একটি চ্যালেঞ্জিং সফর; কারণ এটি এমন একটি পরিবেশ যা আমাদের নিজস্ব অবস্থা থেকে খুব আলাদা।'

'তবে আমরা সব সময়ই বাংলাদেশে ভালো করেছি। আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে খেলা উপভোগ করে। এ মুহূর্তে আমরা মোটামুটি সমান ম্যাচ খেলছি এবং ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে এটি সব সময়ই ভালো সিরিজ।'