ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

ম্যাক্সওয়েলের স্বরূপে ফেরাতে পাঞ্জাবের অম্লমধুর প্রতিক্রিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 06:27 শনিবার, 28 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে একেবারেই নিষ্প্রভ ছিলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্টটির ১৩ তম আসরে ১৩ ম্যাচে ১০৮ রান সংগ্রহ করেছিলেন। যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ছিল তাঁর ৩২ রানের।

বিপুল পরিমাণে অর্থ দিয়ে কিংস ইলেভান পাঞ্জাব তাঁকে দলে ভিড়িয়েছিল। কিন্তু সেই তুলনায় পারফরম্যান্স না করতে পারায় বেশ সমালোচিত হয়েছিলেন ডানহাতি এই অলরাউন্ডার। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা কেউই বাদ রাখেননি তাঁকে ধুয়ে দিয়ে। সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ অজি অলরাউন্ডারকে চিয়ারলিডার বলতেও দ্বিধা করেননি।

তবে ম্যাক্সওয়েল সকল সমালোচনার দাতভাঙ্গা জবাব দিয়েছেন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ভারতকে প্রতিপক্ষ পেয়েই যেন আগ্রাসী হয়ে উঠলেন ডানহাতি এই অলরাউন্ডার।

ম্যাচের ৪১ তম ওভারে ব্যাট হাতে নামেন ম্যাক্সি। নেমেই বুমরাহ-চাহালদের ওপর তান্ডবলীলা শুরু করেন তিনি। তুলোধুনা করতে থাকেন ভারতীয় বোলারদের। মোহাম্মদ শামির বলে জাদেজার তালুবন্দি হয়ে মাঠ ছাড়ার আগে খেলেন ১৯ বলে ৪৫ রানের এক টর্ণেডো ইনিংস।

আইপিএলে নিষ্প্রভ থাকলেও নিজের দেশের হয়ে স্বরূপে ফেরায় কিছুটা অবাক কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাক্সওয়েলকে কিছুটা খোঁচা দিয়ে টুইট করে তাঁরা লেখেন, 'ম্যাক্সওয়েল যা করেছে তাতে আমাদের অম্লমধুর অনুভূতি হচ্ছে।'

শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ে ভারতের বিপক্ষে ৩৭৪ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। একই সঙ্গে পায় ৬৬ রানের বড় জয়।