এলপিএল

সুপার ওভারের রোমাঞ্চে জয় পেল কলম্বো কিংস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 06:07 শুক্রবার, 27 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অনেক বাঁধা বিপত্তি উপেক্ষা করে মাঠে গড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। উদ্বোধনী ম্যাচে ক্যান্ডি টাস্কার্সকে সুপার ওভারে হারিয়ে জয় তুলে তুলে নিয়েছে কলম্বো কিংস।

হাম্বানটোটায় টসে জিতে কুশাল পেরেরার ক্যান্ডিকে ব্যাটিংয়ে পাঠান কলম্বোর আঞ্জেলো ম্যাথুস। ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন ক্যান্ডির দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং কুশাল পেরেরা।

দলীয় ৭৫ রানে কাইস আহমেদের বলে লরি ইভান্সের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। তাঁর আগে খেলেন ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস। উইকেটের অপরপ্রান্ত আগলে রেখে তান্ডব চালিয়ে যেতে থাকেন পেরেরা। সঙ্গে নেন কুশাল মেন্ডিসকে। ৩০ করে মেন্ডিস ফিরে গেলেও তখনো চলছিল পেরার ঝড়।

৫২ বলে ৮৭ করে থামেন পেরেরা। কিন্তু ততক্ষণে রান পাহাড়ে পিষ্ট কলম্বো। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের খরচায় ২১৯ রান তুলে মাঠ ছাড়ে ক্যান্ডি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল কলম্বো। দুই ওপেনার দীনেশ চান্দিমাল এবং লরি ইভান্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্দান্ত জবাব দিচ্ছিল তাঁরা। কিন্তু দলীয় ৬৪ রানে ইভান্স এবং ১৩১ রানে চান্দিমালের বিদায়ে হুট করেই ধ্বস নামে কলম্বো শিবিরে।

১৬৭ রান তুলতেই ৬ উইকেট নেই দলটির। এমন সময় ত্রাতা হিসেবে আবির্ভূত হন ইসুরু উদানা। তাঁর ব্যাটে ভর করে শেষ রক্ষা পায় দলটি। ম্যাচ গড়ায় সুপার ওভারের দিকে।

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ১ উইকেটের খরচায় ১৯ রান তোলে কলম্বো। জবাবে মাত্র ১২ রানেই থেমে যায় ক্যান্ডির ইনিংস। ফলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বো।