নিউজিল্যান্ডের ফেরার সিরিজে র‍্যাঙ্কিংয়ে চোখ ওয়েস্ট ইন্ডিজের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:00 বৃহস্পতিবার, 26 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দুই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ। অথচ বর্তমানে তারা আছে র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে। নিউজিল্যান্ডে পা রেখেই তাই উইকেটরক্ষক ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার জানিয়েছিলেন র‍্যাঙ্কিংয়ে উন্নতি চান তারা।

ক্যারিবীয়নদের ওই মিশন শুরু হচ্ছে শুক্রবার। অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই সিরিজে নিজেদের সেরা দলটাকে খেলাচ্ছে না দুই দলের কেউই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে আসা দুই ক্রিকেটার কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না অধিনায়ক টিম সাউদিও। তার জায়গায় কিউইদের নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার।

অন্যদিকে এভিন লুইস, আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা অধিনায়ক কাইরন পোলার্ডই হবেন দলটির মূল ভরসা।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের স্মৃতিটা অবশ্য খুব একটা সুখকর নয় ওয়েস্ট ইন্ডিজের জন্য। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেই একটি ম্যাচও জিততে পারেনি তারা। নিজেদের শেষ ছয় টি-টোয়েন্টি সিরিজের পাঁচটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ সাত টি-টোয়েন্টিতে ম্যাচেও জয় পায়নি তারা। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। একই উদ্দেশ্যে থাকবে স্বাগতিকদেরও।

এই সিরিজে নতুনত্ব আছে অন্য একটি জায়গাতেও। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত পরিসরে দর্শক প্রবেশ করবে অকল্যান্ডে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : টিম সেইফার্ট, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, ডেবন কানওয়ে, রস টেইলর, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, কাইল জেমিসন, লুকি ফার্গুসন, ইশ সোদি।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একদাশ : আন্দ্রে ফ্লেচার, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, রবমন পাওয়েল, সিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড, শেলডন কাটরেল, হাইডেন ওয়ালশ, ফ্যাবিয়েন অ্যালন, ওসানা থমাস, কেশরিক উইলিয়ামস