ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

জৈব সুরক্ষা বলয় বিলাসি বন্দীশালা: রাবাদা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:51 বুধবার, 25 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কাগিসো রাবাদা। সেই টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই দক্ষিণ আফ্রিকান পেসার জৈব সুরক্ষা বলয়ে ছিলেন প্রায় তিন মাস।

বিশ্বজুড়ে জৈব সুরক্ষা বলয়ে থাকাটাকে যখন ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখছেন। তবে সেটা যে রাবাদাকে মানসিকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত করেনি সেটা বুঝা যায় তার কথাতেই। প্রোটিয়া এই পেসার এটিকে দেখছেন বিলাসি বন্দিশালা হিসেবে। একই সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা যাতে নিজেদের ভাগ্যবান মনে করেন সেই পরামর্শও দিয়েছেন রাবাদা।

তিনি বলেন, 'এটা বেশ কঠিন। অন্যদের সঙ্গে মেশা যায় না। কার্যত স্বাধীনতা হারিয়ে ফেলতে হয়। অনেকটা বিলাসী বন্দিশালায় থাকার মতো। আমাদের নিজেদের মনে করিয়ে দিতে হবে যে, আমরা বেশ সৌভাগ্যবান।'

'কত লোক চাকরি হারিয়েছে, এখন ভুগছে। এমন একটা সময়েও আমরা অর্থ আয় করতে পারছি, নিজেদের ভালোবাসার কাজটি করার সুযোগ পাচ্ছি, এজন্য কৃতজ্ঞ থাকা উচিত।'

আইপিএল থেকে ফিরে খুব বেশি দিন জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা হয়নি রাবাদার। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য আবারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকেছেন তিনি। মানসিকভাবে ব্যাপারটা কঠিন হলেও এটা থেকে বের হওয়ার উপায়ও বাতলে দিয়েছেন প্রোটিয়া পেসার।

তিনি বলেন, 'চার দেয়ালের মধ্যেই থাকতে হওয়ায় মানসিকভাবে তা প্রভাব ফেলতে পারে, সেদিক থেকে এটা কঠিন। কিন্তু স্রেফ নিজেকে মনে করিয়ে দিতে হবে, চারপাশে কী হচ্ছে। আর একবার যখন খেলা শুরু করছি, তার পর তো নিঃসঙ্গ সময়ের সমাপ্তি।'