এলপিএল

এলপিএলের ফ্লাইট মিস আফ্রিদির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:10 সোমবার, 23 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

লংঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে আজ (২৩ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর যাওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। কিন্তু দুঃভাগ্যবশত দেশটির প্লেন ধরতে ব্যর্থ হয়েছেন তিনি।

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এলপিএলের প্রথম আসর। সেই টুর্নামেন্টের দল গল গ্লাডিয়েটরসের হয়ে অংশগ্রহণ করার কথা ছিল আফ্রিদির। এমনকি তাকে ঘিরে প্রথম ম্যাচ থেকেই দলের পরিকল্পনা সাজিয়েছিল গ্লাডিয়েটরসের টিম ম্যানেজমেন্ট। এজন্য তাকে অধিনায়কও ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

অথচ সেই আফ্রিদিই কিনা কলম্বোর বিমান ধরতে ব্যর্থ হলেন। ফ্লাইট মিস করার পর নিজের টুইটারে টুইট করেছেন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার।

ফ্লাইট মিস করলেও এলপিএলে অংশ নিতে দ্রুতই কলম্বোর পৌছে যাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এমনকি গ্লাডিয়েটরস দলে অংশ নিতেও বেশ মুখিয়ে আছেন বুম বুম খ্যাত আফ্রিদি।

এ বিষয়ে তিনি টুইটারে লেখেন, 'আজ সকালে আমি আমার কলম্বের ফ্লাইট ধরতে ব্যর্থ হয়েছি। তবে উদ্বিগ্ন হবার কিছু নেই। গল গ্লাডিয়েটরসের হয়ে এলপিএলে অংশ নিতে আমি দ্রুতই সেখানে পৌছে যাব। আমার দলে অংশ নিতে আমি বেশ মুখিয়ে আছি।'

এ কারনে টুর্নামেন্টটির প্রথম কয়েকটি ম্যাচে তাই আফ্রিদিকে পাচ্ছে না দলটি। তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার বেনুকা রাজাপক্ষে।