বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

টি-টোয়েন্টি কাপের আগে ভালো ছন্দে আছেন তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:01 শনিবার, 21 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি তামিম ইকবালের। করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ক্রিকেট। এরপর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ফের মাঠে ফিরলেও ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না দেশসেরা এই ওপেনার। 

সেই টুর্নামেন্টে চার ম্যাচে এক ফিফটিতে মাত্র ১০১ রান করেন তিনি। এরপর তামিম খেলতে গিয়েছিলেন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল)। সেখানে লাহার কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন তামিম। তিন ম্যাচে যথাক্রমে করেন ১৮, ৩০ ও ৩৫ রান। 

আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যেখানে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন তামিম। আসন্ন এই টুর্নামেন্টে নিজের স্বরূপে ফিরতে মুখিয়ে রয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। পিএসএল থেকে ফিরে শনিবার প্রথমবারের মতো মিরপুরে এসে বাংলাদেশে ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন ভালো ছন্দে আছেন তিনি। 

তামিম বলেন, 'আমি অন্য কারো চেয়ে নিজেকে এগিয়ে রাখবো না। অবশ্যই না। আমি ভালো ছন্দে আছি এতটুকু বলতে পারি। আমি বড় কিছু রান করতে চেষ্টা করবো। এটা আমার করা উচিত। হয়তো আমরা ক্রিকেট খেলি নাই, কিন্তু শেষ চার পাঁচ মাস ধরে সবাই অনুশীলনে আছি।'

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, 'গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টুর্নামেন্টটা শুরু করা। ওটাই হবে আত্মবিশ্বাসের জন্য মূল বিষয়। এটাই আশা করবো যে প্রথম ম্যাচটাতে এমন পারফরম্যান্স করার। প্রথম এক দুই ম্যাচে ভালো খেলে ক্যারি করার চেষ্টা করবো।'

পিএসএলের ম্যাচগুলোতে খেলায় কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন তিনি, 'যেটা বললাম অবশ্যই তিনটা প্রতিযোগিতাপূর্ণ  ম্যাচ খেলা কোয়ালিটি বোলিংয়ের বিপক্ষে অবশ্যই ভালো। যেটা হলো আপনি তিনটা ম্যাচ খেলেন পাঁচটা ম্যাচ খেলেন নতুন টুর্নামেন্টে নতুন করে শুরু করতে হবে ভালো করে।'

'অবশ্যই একটা সুবিধা যে আমি খেলার ওপর আছি। হয়তো অন্যদের সেটা ছিল না। আমি আশা করি আমি ভালো শুরু করতে পারবো।'