বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

জিততে হলে আউট অফ দ্য বক্স খেলতে হবে: তামিম

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 12:12 শনিবার, 21 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

কিছুদিন আগেই প্রেসিডেন্টস কাপের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্নের পর এবারে আরও একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের নাম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

পাঁচ দলের এই টুর্নামেন্টে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার দল সম্পর্কে জানাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাঁহাতি এই দলপতি। 

সদ্য পাকিস্তান সুপার লিগ থেকে খেলে এসে আসন্ন এই টুর্নামেন্টে ভালো করতে বেশ আত্মপ্রত্যয়ী তামিম। একই সঙ্গে আশাবাদী লাইম লাইটে না থাকা খেলোয়াড়দের নিয়ে। 

তামিম মনে করেন যাদের নিয়ে আলোচনাই হয় না তাঁরা এই টুর্নামেন্টে বেশ ভালো করবে। নিজেদের প্রমাণ করবে। একই সঙ্গে তামিম জানান আসন্ন এই টুর্নামেন্টে ভিন্ন পরিকল্পনা নিয়ে খেলার কথা। একই সঙ্গে চমকে দিতে চান অন্য দলকেও। 

প্রেসিডেন্টস কাপের উদাহরণ টেনে তামিম বলেন, 'দুই তিন জন প্লেয়ারকে আমরা কেউই আশা করি নাই যে ওরা এত ভালো খেলবে। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। আমি এটাই আশা করি ওই রকম লাইম লাইটে নাই, তারা ওই রকম পারফরম্যান্স করবে। যতটুকু দলকে দেয়া দরকার তার চেয়ে বেশি দিতে হবে। আমার যে স্কোয়ডটা আছে। আমাদের যদি সফল হতে হয়।'

'আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে । আমাদের যে রিসোর্স আছে। যদি আমরা একটু আউট অফ দ্য বক্স চিন্তা। অন্য দলকে সারপ্রাইজ করতে পারি। তাহলে অবশ্যই সম্ভব। আমি আশা করি যে দুই তিনজকে নিয়ে আশা করছি না তারা যদি ভালো খেলতে পারে। অনেক কিছুই হতে পারে।'

বরিশালে তামিমের সতীর্থ হিসেবে খেলবেন প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত পারফর্ম করা ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব। তরুণ এই তিন ক্রিকেটারকে নিয়ে বেশ আশাবাদী এই অধিনায়ক।

এ প্রসঙ্গে তামিম বলেন, ইরফান খুব ভালো একটা টুর্নামেন্ট কাটিয়েছে। তৌহিদ হৃদয়কে আমি টি-টোয়েন্টিতে দেখার অপেক্ষায় আছি। কিন্তু সে ভালো খেলোয়াড়। ওদের দায়িত্ব নিতে হবে। আমার এমন একটা টিম যে সিনিয়র জুনিয়র নাই। আমার টিমে যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, হয়তো আমিই একমাত্র অভিজ্ঞ। যদি আপনি সফল দল হতে চান, বিশেষত এই দল। আমি তেরো বছর খেলেছি অন্যরা দুই বছর খেলেছে এটা কোনো ম্যাটার না।'  

'তাদের করতে হবে। আমার টিমটা নিয়ে কথা বলছি। আমি শুরুতেই যেটা বললাম আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। না হলে এটা আমাদের জন্য কঠিন হবে। তরুণ যারা আছে আফিফ, হৃদয়, ইরফান তাদের আউট অব স্কিল খেলতে হবে। '