বাংলাদেশ ক্রিকেট

জাতীয় দলে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করার লক্ষ্য ইরফানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:18 শুক্রবার, 20 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ ইরফান শুক্কুর। তবুও যেন ঠিক প্রাদপ্রদীপের আলোয় আসতে পারছিলেন না তিনি। তবে গত বিসিবি প্রেসিডেন্টস কাপে সবার নজরে এসেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। দুর্দান্ত পারফর্ম করে বর্তমানে স্পটলাইটে রয়েছেন তিনি। 

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। যেখানে ফরচুন বরিশালের হয়ে খেলবেন ইরফান। তার আগে তিনি জানালেন নিজের দীর্ঘ মেয়াদের পরিকল্পনার কথা। জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করতে পারাটাই তার লক্ষ্য বলে জানিয়েছেন ইরফান।

তিনি বলেন, 'সব ক্রিকেটারেরই লক্ষ্য থাকে জাতীয় দলে দীর্ঘদিন খেলা। এখন শুধু আমার পরিকল্পনা হচ্ছে সামনের টি-টোয়েন্টি কাপে মনোযোগ দেয়া। ধাপে ধাপে আগানো। আমার হাতে আছে আমার পরিশ্রম আর পারফরম্যান্স। সামনে যদি কোনো সুযোগ আসে সেটা আমি টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ওপর ছেড়ে দিচ্ছি।'

আসন্ন বঙ্গবন্ধু কাপে নিজের দল নিয়ে বেশ সন্তুষ্ট ইরফান। সাম্প্রতিক সময়ে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে দল গড়ায় আশাবাদি তিনি। দলটি বেশ ভারসম্যপূর্ণ হয়েছে বলেও মনে করেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান। 

তিনি বলেন, 'আমি বলবো আমাদের দলটা ভালো ভারসম্যপূর্ণ হয়েছে। সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো সমন্বিত দল। ভারসম্যপূর্ণ কেন বলছি কারণ, যদি দেখেন আমাদের দলের সবাই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার আর প্রেসিডেন্টস কাপে যারা পারফর্ম করছে তাদের নিয়ে গড়া হয়েছে। আমাদের ইচ্ছে হচ্ছে ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া।'

প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স এই টুর্নামেন্টেও ধরে রাখতে চান ইরফান, 'প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সটা আমাকে স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা দিবে সামনের টুর্নামেন্টে খেলার। আমি চেষ্টা করবো এই টুর্নামেন্টে ওই ফর্মটা ধরে রাখার। যতটুকু পারি দলে ১০০ ভাগ অবদান রাখার চেষ্টা করবো।'