ফ্রাঞ্চাইজি ক্রিকেট

শীর্ষে পিএসএল, ছয়ে বিপিএল

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 11:29 বুধবার, 18 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার-ছক্কার ছড়াছড়ি। ব্যাটসম্যানদের কল্যাণে রানের ফোয়ারা, নাভিশ্বাস উঠে বোলারদের। সেখানে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও একটু বেশি এগিয়ে। কারণ টুর্নামেন্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই বানানো হয় ব্যাটিং বান্ধব পিচ। যাতে করে অনায়াসে ব্যাটসম্যানরা রান তুলতে পারেন। 

সেই রান তোলাতেই যেন এগিয়ে পাকিস্তানের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ওভার প্রতি রান তোলার হিসেবে সবার উপরে পিএসএল। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান ছয়ে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও গত এক বছরে ওভার প্রতি রান তোলার হিসেবে একটু পিছিয়ে পড়েছে তারা।েআট টুর্নামেন্টের এই তালিকার চারে আছে আইপিএল। যেখানে টুর্নামেন্টে ওভার প্রতি গড়ে ৮.২৮ রান করে তুলেছে ব্যাটসম্যানরা।

বিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট হলেও ওভার প্রতি রান তোলার ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে টুর্নামেন্টটি। প্রতি বছরই অবশ্য পিচ নিয়ে সমালোচনা শুনতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। শেষ দিকের ম্যাচগুলো ব্যাটিং বান্ধব হলেও টুর্নামেন্টের শুরুর দিকে রান তুলতে কষ্ট পোহাতে হয় ব্যাটসম্যানদের।

যে কারণে এখানে ওভার প্রতি রান তোলার গড় ৮.২২। বাংলাদেশের এই টুর্নামেন্টটি বিশ্বের অন্যান্য টুর্নামেন্ট থেকে যে কতটা পিছিয়ে তা দেখে গেছে বেশ কয়েকটি পরিসংখ্যানে। বেশ কিছুদিন আগে ক্রিকভিজের এক বিশ্লেষণে দেখা গেছে মানের দিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটের থেকে অনেকটা পিছিয়ে বিপিএল। ওই তালিকায় বিপিএলের অবস্থান ছিল সাতে।

ওভার প্রতি রান তোলার হিসেবে দুইয়ে অবস্থান করছে সুপার স্ম্যাশ, যেখানে রান রেট ৮.৫৮। এছাড়া তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এমজান্সি সুপার লিগে ৮.৪০, পাঁচে থাকা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ৮.২২, সাতে থাকা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ৮.১০  এবং তালিকার তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান লিগে (সিপিএল) ৭.০২ গড়ে রান তুলেছে ব্যাটসম্যানরা।