পিএসএল ২০২০

পাওয়ার হিটিং নিয়ে কাজ করেই সফল 'বুড়ো' হাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:58 রবিবার, 15 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান সময়ে ৪০ উর্ধ্ব বয়সেও ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এমন ক্রিকেটারের সংখ্যা ৩জন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তিনজনের গায়ে 'বুড়ো' ক্রিকটারের তকমা লাগলেও এর প্রভাব পরেনি তাদের পারফরম্যান্সে। 

গেইল যেমন এবারের আইপিএলে নজর কেড়েছেন তেমনি চলমান পিএসএলের প্লে-অফে ব্যাটিং দিয়ে আলোচনায় এসেছেন হাফিজ। পাকিস্তানের ৪০ বছর বয়সী এই ক্রিকেটার শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে করেছেন ৪৬ বলে ৭৪ রান। 

অপরাজিত থেকে দলের শুধু জয়ই নিশ্চিত করেননি সঙ্গে লাহোরের ফাইনাল খেলার স্বপ্নও বাঁচিয়ে রেখেছেন। রবিবার মুলতান সুলতান্সকে হারালেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে তামিম-হারিস রউফদের। তবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের আগে হাফিজ জানিয়েছেন নিজের সাফল্যের রহস্য।

পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন বলেই ৪০ বছর বয়সেও এমন ধুমধাড়াক্কা ইনিংস খেলতে পেরেছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার। ম্যাচ শেষে হাফিজ বলেন, 'আমরা শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসেছিলাম। পরিকল্পনা ছিল চাপ সামলানোর।'

'প্রতিপক্ষ দলে কোনো স্পিনার ছিল না। তাদের বোলিং ছিল একমুখি। এছাড়া শিশিরও অনেক সুবিধা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাওয়ার হিটিংয়ের প্রয়োজন হয়, যেটা নিয়ে আমি কাজ করেছি অনেক। এছাড়া দলের সবার সবাই সবার ওপর আস্থা রেখেছিল', আরও যোগ করেন তিনি।

রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতানের মুখোমুখি হবে লাহোর। এই ম্যাচ জিতলেই মঙ্গলবার ফাইনালে করাচির বিপক্ষে লড়বে হাফিজরা। লাহোরের জার্সিতে প্রথম ম্যাচে মাত্র ১৮ রান করেছিলেন তামিম। তাই মুলতানের বিপক্ষে নিজেকে মেলে ধরার আরও একটি সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।