পিএসএল

২০২০ এর সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান রউফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:19 রবিবার, 15 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশের বিপক্ষে এ বছরের জানুয়ারী মাসে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে পাকিস্তানের পেস বোলার হারিস রউফের। বর্তমানে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি।  বছর শেষে নিজেকে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে নিয়ে যেতে চান তিনি। 

পিএসএলের প্লে অফের প্রথম এ্যালিমিনেটর ম্যাচে গতকাল পেশওয়ার যালমির বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে লাহোর। সেই ম্যাচে ২ উইকেট শিকার করেছিলেন রউফ। এই দুই উইকেটের সুবাদে ২৯ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে বছরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার দুই নম্বরে আছেন তিনি।

তার আগে ৪৮ উইকেট নিয়ে এই তালিকার প্রথমে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। আর এক উইকেট হলেই রশিদকে পিছনে ফেলে বছরের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এক নম্বরে উঠে আসবেন তিনি। 

তাই তো পিএসএলের দ্বিতীয় এ্যালিমিনেটর ম্যাচেই  উইকেটের হাফ সেঞ্চুরি পূরণ করতে চান এই ২৭ বছর বয়সী পেসার। জিও নিউজকে রউফ বলেন, 'আমি ২০২০ এর সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই। পিএসএলের প্লে অফের মধ্যেই আমার ইতিমধ্যে ৪৭ টি উইকেট সম্পূর্ণ হয়েছে। এই ফরম্যাটে আমি উইকেটের হাফ সেঞ্চুরি করতে চাই।'

উইকেটের হাফ সেঞ্চুরির পাশাপাশি লাহোরকে প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দেয়াই লক্ষ রউফের। এমনকি ফাইনালে খেলতে দল হিসেবে তারা বেশ আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।

এ বিষয়ে রউফ আরো বলেন, 'আমার লক্ষ লাহোর কালান্দর্সকে প্রথম পিএসএল শিরোপটা জেতানো। আমি জানি অতীতে কালান্দার্সকে বেশ ভুগতে হয়েছিল। কিন্তু এখন আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। পুরো দলই প্লে অফে সেরাটা দিয়ে ফাইনালে জায়গা করে নিতে আশাবাদী।'

ইতিমধ্যে পাকিস্তানের হয়ে ৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রউফ। যেখানে ৮.৩৮ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।