ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:38 শুক্রবার, 13 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের মার্চে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে আসার কথা ছিল। কিন্তু মহামারি করোনার প্রভাবে স্থগিত হয়ে গিয়েছিল সিরিজটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের চূড়ান্ত হল সিরিজটির সূচী। নতুন সূচী অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে সিরিজটি খেলতে দ্বীপপুঞ্জের দেশটিতে আসবে রুট-মরগানরা।

শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে দুটি টেস্টই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

১৪-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২৩ জানুয়ারি। সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যে বোর্ড জৈব সুরক্ষিত পরিবেশ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। 

সিলভা বলেন, 'ইংল্যান্ড দল প্রথম টেস্ট শুরু হওয়ার ১১ দিন আগেই পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে। ১৪-১৮ জানুয়ারি হবে প্রথম টেস্টটি। আর দ্বিতীয় টেস্টটি ২৩-২৭ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।'

'তারা একটি চার্টার্ড ফ্লাইটে আসবেন এবং জৈব বলয়ে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় পিসিআর পরীক্ষা করিয়ে নেয়া হবে।'

সিরিজের আগে ইংল্যান্ড দল যুক্তরাজ্যেই ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করবেন। সেই সঙ্গে ইংলিশ ক্রিকেটাররা লঙ্কানদের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। তবে নিজেদের ভেতর দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম রুটবাহিনী। 

ইংল্যান্ড শ্রীলঙ্কার যে কোনও বিরোধী দলের বিপক্ষে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না, তবে ডি সিলভার মতে তারা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।