ক্রিকেট পাকিস্তান

অর্থের চেয়ে দেশকে প্রাধান্য দিতে চান জুনায়েদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:45 রবিবার, 08 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ ২০১৯ সালের মে মাসে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন পেসার জুনায়েদ খান। এরপর চোট ও দলীয় সমন্বয়ের কারনে পাকিস্তান জাতীয় দলে আর জায়গা করে নিতে পারেননি বাঁহাতি এই বোলার। 

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ২২ টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সি এই পেসার। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও এখনও জাতীয় দলে খেলার আশা বুকে পুষে রেখেছেন এই ক্রিকেটার।

সম্প্রতি যুক্তরাজ্যের নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। সেই সুবাদে তাঁর সামনে সুযোগ তৈরি হয়েছে ইংলিশ কাউন্টিতে খেলার। 

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে এতোদিন খেলে আসলেও এখন কাউন্টিতে খেলতে চান জুনায়েদ। কেননা পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের চেয়ে বেশি পরিমাণে অর্থ উপার্জন তিনি কাউন্টিতে খেলে করতে পারবেন। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট না খেললেও জাতীয় দলে ফের খেলতে ইচ্ছা পোষণ করেন এই পেসার।

সম্প্রতি পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান জুনায়েদ।

জুনায়েদ বলেন, 'আমার যুক্তরাজ্যের নাগরিকত্বও রয়েছে। আমার সামনে সুযোগ রয়েছে কাউন্টিতে খেলে পাকিস্তানের ঘরোয়া লিগের চেয়ে বেশি উপার্জনের। কিন্তু আমি আবার পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে চাই।'

'এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি যা কিছু অর্জন করেছি সবই পাকিস্তানের কারনেই সম্ভব হয়েছে।'

সম্প্রতি পাকিস্তানের ন্যাশনাল টু-টোয়েন্টি কাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন জুনায়েদ। খাইবার পাখতুনের হয়ে ৮ ম্যাচে ৮.৮০ ইকোনমি রেটে ১০ উইকেট সংগ্রহ করেছেন তিনি। এছাড়াও কায়েদ-ই-আজম ট্রফিতে একই দলের হয়ে দুই ম্যাচ খেলে ইতিমধ্যে ৩ উইকেট সংগ্রহ করেছেন তিনি।