বিসিবি

ওয়েস্ট ইন্ডিজকে জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনা পাঠিয়েছে বিসিবি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:48 শনিবার, 07 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ। করোনার প্রাদুর্ভাবের মাঝে দ্বিপাক্ষিক সিরিজটি সফলভাবে আয়োজন করতেই আগে-ভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জৈব সুরক্ষা বলয়ের একটি পরিকল্পনা পাঠিয়ে দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আকরাম বলেন, 'আমাদের নিয়মিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। ইতোমধ্যে আমরা তাদের জৈব সুরক্ষা বলয়ের একটি পরিকল্পনা পাঠিয়ে দিয়েছি।'

চলতি বছরের ১১ মার্চ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর করোনার প্রাদুর্ভাবে বাতিল হয়ে গেছে একাধিক সিরিজ। এমন অবস্থায় ক্যারিবিয়ানদের বিপক্ষে আগামী বছর ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বিসিবি ইতোমধ্যে প্রেসিডন্টস কাপ আয়োজন করেছে। ৩ দলের ওয়ানডে টুর্নামেন্টে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রেখে সফলও হয়েছেন তারা। এবার আরও একটু টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটছে বোর্ড।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মাঠে গড়াবে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টেও ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থাকবেন। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। 

এই টুর্নামেন্টের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরিতে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের পরিকল্পনা দেখছে বলে জানিয়েছিল বিসিবি। আইপিএল, সিপিএল, বিগ ব্যাশের মতো আসরগুলো কীভাবে জৈব সুরক্ষা বলয়ে মাঠে গড়িয়েছে সেই পরিকল্পনাও দেখছে বোর্ড।