বিশ্বকাপ ২০১৯

নিষেধাজ্ঞার শঙ্কা আমলেই নেননি সাকিব!

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 14:51 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জুয়াড়ির কাছে প্রস্তাব পেয়ে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের (এসিইউ) কাছে গোপন করার অপরাধে এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। যদিও ইতোমধ্যে শেষ হয়েছে আইসিসির বেঁধে দেয়া এক বছরের নিষেধাজ্ঞা।

গত বছর নিষিদ্ধ হলেও এসিইউ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ২০১৮ সালে। তদন্ত চলাকালিন সময়েই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যান বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়। যেখানে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ও ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। সেই সঙ্গে নিয়েছিলেন ১১ উইকেট।

নিষিদ্ধ হওয়ার শঙ্কা থাকার পরও এতটা ভালো খেলা কিভাবে সম্ভব হয়েছে তার উত্তর দিয়েছেন সাকিব নিজেই। বুধবার নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত-সমর্থক ও সংবাদকর্মীদের প্রশ্নের উত্তর দেয়ার প্রাক্কালে সাকিব জানিয়েছেন সেসময়কার কথা। 

সাকিব বলেন, ‘ আমার তো মনে হয় খুবই চ্যালেঞ্জিং ছিল সময়টা। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, অনেক দিন ধরেই এটার তদন্ত চলছিল কিংবা প্রতিনিয়তই আমার সঙ্গে ওরা (এসিইউ) যোগাযোগ করছিল। স্বাভাবিকভাবেই আমার জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল এবং এটা কখনোই একজন খেলোয়াড়ের জন্য ভালো বিষয় না যেটা নিয়ে আপনি ঘুমাতে যেতে পারবেন। সেদিক থেকে অবশ্যই কঠিন সময় ছিল।’

নিষেধাজ্ঞার ব্যাপারটি অবশ্য আগেই কিছুটা আঁচ করতে পেরেছিলেন সাকিব। তাঁর ভাষায়, ‘তারপরও হ্যাঁ আমি জানতাম আর বুঝতে পেরেছিলাম যে হয়তো কিছু একটা হতে পারে। আবার কখনও মনে হচ্ছিল যে নাও হতে পারে। কারণ আমি নিশ্চিত ছিলাম না যে আমার জন্য কি ধরনের ফলাফল অপেক্ষা করছে। কিন্তু যখন নিশ্চিতভাবে জানলাম, তখন তো আপনারাও সবাই জেনে গেছেন। ওই যে সময়টা যখন তদন্ত চলছিল স্বাভাবিকভাবেই আমার জন্য কখনও সহজ ব্যাপার ছিল না।’

অনেকের মতে শাস্তির আভাস পেয়েই হয়তো বিশ্বকাপে জ্বলে উঠেন সাকিব। তবে বিষয়টি যে আদতে তা নয় সেটি নিজেই জানিয়েছেন তিনি। বিশ্বকাপের পারফরম্যান্সের সঙ্গে আইসিসির তদন্ত কিংবা শাস্তি সম্পর্কিত নয় বলে উল্লেখ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের ভাষ্যমতে, ‘ওই ঘটনা আসলে বিশ্বকাপের পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত নয়। তদন্ত শুরু হয়েছিল নভেম্বর-ডিসেম্বরের (২০১৮) দিকে। বিশ্বকাপের আগেই নিষিদ্ধ হতে পারতাম। সেটা হয়নি। তবে ওটা আমাদের মাথায় কাজ করেনি যে এটার কারণে ভালো করতে হবে।'

মূলত বিশ্বকাপে ভালো খেলার অদম্য স্পৃহা থেকেই জ্বলে উঠেছেন জানিয়ে সাকিব আরো বলেন, 'হ্যাঁ বিশ্বকাপে ভালো করার খুবই ইচ্ছে ছিল। এর আগে যতগুলো বিশ্বকাপ খেলেছি, সেখানে বলার মতো ভালো করতে পারিনি। নিজের যে সুনাম, মনে হয়নি যে বিশ্বমঞ্চে সেটি তুলে ধরতে পেরেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এটাই সেরা সময়, বয়সও সমর্থন করছিল। অভিজ্ঞতার দিক দিয়ে ক্রিকেটে একটা সেরা সময় থাকে, সে দিক দিয়ে আমার জন্য একেবারে যথার্থ একটা সময় ছিল এটা। তখন চেষ্টা করেছি সেটা কাজে লাগাতে।’