আইপিএল

কোনো দল আমাদের বিপক্ষে খেলতে চায় না: শেন বন্ড

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 17:31 বুধবার, 04 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের চলতি আসরে উদ্বোধনী ম্যাচ হারলেও পরবর্তীতে অপ্রতিরোধ্য হয়ে উঠে মুম্বাই ইন্ডিয়ান্স। বোলার ও ব্যাটসম্যানদের দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করে টুর্নামেন্টটির চারবারের চ্যাম্পিয়নরা।

চলমান টুর্নামেন্টে ১৪ ম্যাচের নয়টিতে জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই। সেকারণে মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে বাকি দলগুলো প্রতিযোগিতা করতে চায় না বলে বিশ্বাস করেন দলটির বোলিং কোচ শেন বন্ড।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক কিউই পেসার বলেন, ‘আমাদের বোলিং লাইনআপটা টুর্নামেন্টের যে কোন দলের মতোই দুর্দান্ত। আমি মনে করি আমরা এমন একটি দল যে, অন্য দলগুলো আমাদের সঙ্গে খেলতে চায় না। কারণ তারা জানে আমরা ভালো খেলি এবং আমরা তাদের ক্ষতি করতে পারি। আমরা কঠিন ম্যাচে জিতেছি, যা বিশাল পার্থক্য তৈরি করে।’ 

চলতি আসরের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। যেখানে কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব ও ইশান কিশানরা ইতোমধ্যে ৪০০ এর অধিক রান তুলেছেন। এছাড়া বোলাররাও আছেন নিজেদের চেনা রুপে।

টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার সেরা পাঁচে আছেন জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট। যে কারণে নিজেদের ব্যাটিং-বোলিং নিয়ে সন্তুষ্ট বন্ড। যদিও গ্রুপপর্ব নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে মুম্বাই। 

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ডেভিড ওয়ার্নারের দল। তাই এই ম্যাচে নিজেদের ঘাটতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন বন্ড। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্লে অফের ম্যাচটি চ্যালেঞ্জিং হবে দলের জন্য।

বন্ডের ভাষ্যমতে, ‘স্পষ্টতই, আমরা ভালো খেলিনি, এটি আমাদের খারাপ দিনগুলোর মাঝে একটি।  আমরা জানতাম যে আমরা কোয়ালিফাই করেছি, তাই খেলাটি আমাদের টুর্নামেন্টে কোন প্রভাব ফেলবে না। আমি মনে করি যে, সকলেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছে। আমরা এটির অপেক্ষায় আছি।’

আগামীকাল (৫ নভেম্বর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রোহিতদের মুম্বাই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি।