বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

পেছাতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 17:05 মঙ্গলবার, 03 নভেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপের। তবে নির্ধারিত সময়ে হচ্ছে না এ টুর্নামেন্ট। জানা গেছে এক সপ্তাহ পিছিয়ে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্টটি। 

৫ দল ও ৮০ ক্রিকেটার নিয়ে আয়োজন করা হবে টি-টোয়েন্টি কাপ। এখন পর্যন্ত সূচি কিংবা দল চূড়ান্ত না হলেও নভেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াতে পারে এ টুর্নামেন্ট। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর মতে, ২০,২১ কিংবা ২২ তারিখে শুরু হতে এটি।

নিজামউদ্দিন জানিয়েছেন ২০ নভেম্বরের আশেপাশের কোনো একটা সময়ে টুর্নামেন্টটি আয়োজন করার পরিকল্পনা করছে বোর্ড। এর মধ্যে সূচিসহ অন্যান্য বিষয়ও চূড়ান্ত করতে চান তাঁরা। 

তিনি বলেন, 'আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে সেটা হলো নভেম্বরের ২০ তারিখের আশেপাশে একটা সময়ে শুরু করবো। ২০, ২১, ২২ এর মধ্যে যে কোন একটা সময়। আমি মনে করি আমরা পরিকল্পনা করেই এগোচ্ছি। আমরা  চাচ্ছি যে সূচিটা আমরা যেভাবে পারি ঠিক করে যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে মাঠ ও অন্যান্য কিছু ব্যাপার ঠিক করব। সবকিছু বিবেচনা করেই আমরা এগোচ্ছি।’

৫ দলের জন্য স্পন্সর চেয়ে ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। যেখানে ব্যাপক সাড়া পেয়েছে তারা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও খুব দ্রুতই আগ্রহী স্পন্সরদের দল ভাগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। 

নিজামউদ্দিন বলেন, ‘আপনারা জানেন যে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ লিগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দিয়েছি এবং আমরা আশাবাদী যে শীঘ্রই বিষয়টাকে আমরা চূড়ান্ত করে ফেলতে পারব। আশানুরূপ সাড়া পেয়েছি। সে ব্যাপারে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। খুব শীঘ্রই হয়তো আমাদের যারা আগ্রহী স্পন্সর আছেন তাদেরকে আমরা ভাগাভাগি করে দেব।'