অবসর

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 সোমবার, 02 নভেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে এই ঘোষণা দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা এই অলরাউন্ডার। রবিবার ম্যাচ শেষে চেন্নাই সতীর্থদের এমনটাই জানিয়েছেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। 

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ ছিলেন ওয়াটসন। গেল বছর অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বিদায় জানিয়েছিলেন। এবারে আইপিএলকে বিদায় জানাবার মধ্য দিয়ে পুরো ক্রিকেট থেকেই অবসর নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি অলরাউন্ডার। 

আইপিএলের ১৩ আসরে ওয়াটসন খেলেছেন রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। অবসর ঘোষণার আগ পর্যন্ত আইপিএলে ১৪৫টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। যার ভেতর ৪৩টিই চেন্নাইয়ের হয়ে। 

টাইমস অফ ইন্ডিয়ার একটি সূত্র ওয়াটসনের অবসরের বিষয়ে বলেন, 'শেষ ম্যাচ খেলার আগে ড্রেসিংরুমে ওয়াটসন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা তাঁর জন্য একটি ভালো সুযোগ ছিল।' 

আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ২৯৯ রান করেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু বল হাতে ঝুলিতে একটি উইকেটও পুরতে সক্ষম হননি। 

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। এরপর ২০১৯ সালে বিগ ব্যাশ এবং চলতি বছর ব্যাটটাই পুরোপুরি তুলে রাখার সিদ্ধান্ত নেন ওয়াটসন। আর এর মধ্য দিয়ে পুরোপুরি এপিটাফ টানা হয়ে গেল গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের।