বিসিবি

দুবাই যাচ্ছেন সৌম্য-লিটন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 23:31 শনিবার, 31 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দীর্ঘ বিরতির পর বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর টানা অনুশীলন ও টুর্নামেন্ট খেলার ধকল কাটিয়ে উঠতে তামিম-মুশফিকদের দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সবকিছু ঠিক থাকলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে আবারও দলগত অনুশীলনে ফিরতে পারেন ক্রিকেটাররা। তবে ক্রিকেটারদের দেয়া এই বিশ্রামের মাঝে বিসিবির কাছ থেকে সপ্তাহখানেক ছুটি নিয়েছেন সৌম্য সরকার এবং লিটন দাস। 

৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন দুজনই। জানা গেছে, পরিবার সহ দুবাই যাচ্ছেন তারা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল না খেলায় তামিম একাদশে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি শুরু হয়েছিল ২১ অক্টোবর থেকে। অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহদের ছুটি শুরু হয় ২৬ অক্টোবর থেকে। 

বিসিবি ছুটি দিলেও ক্রিকেটাররা চাইলে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন।হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প চলার মাঝে মঙ্গলবার একাডেমি অনুশীলন করেছিলেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন এবং তাইজুল ইসলাম। বৃহস্পতিবারও অনুশীলনে এসেছিলেন তাইজুল এবং মিঠুন।

এদিকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। এজন্য করোনা পরীক্ষায় হতে হবে নেগেটিভ।

২৯ অক্টোবর একবছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে সাকিব আল হাসানের। ফলে হতে যাওয়া ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার খেলতে কোনও বাঁধা থাকবে না। আসন্ন এই টুর্নামেন্টের তারিখ এখনও চূড়ান্ত না হলেও বিসিবি জানিয়েছিল, ১৫ নভেম্বর মাঠে গড়াতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে শেষ মুহূর্তে এক সপ্তাহ পেছাতে পারে টুর্নামেন্টটি।