আইপিএল

ওপেনিংয়ে স্থায়ী হতে চান স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:01 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যে ক্রিকেট বিশ্বে খ্যাতি অর্জন করেছেন বেন স্টোকস। আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার যত দীর্ঘ হচ্ছে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের দক্ষতা ততই বৃদ্ধি পাচ্ছে এই ইংলিশ অলরাউন্ডারের। 

জাতীয় দলের হয়ে পাঁচ কিংবা ছয়ে নম্বরে ব্যাট করলেও রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ওপেনিংয়ে ব্যাট করা উপভোগ করছেন তিনি। সেই সঙ্গে সবসময় ওপেনিংয়ে ব্যাট করার ইচ্ছের কথা জানিয়েছেন স্টোকস।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত মৌসুমগুলোতে নিচের দিকে ব্যাট করলেও চলতি আসরে রাজস্থানের হয়ে ইনিংসের গোড়াপত্তন করছেন তিনি। শুরুর দিকে ব্যাট হাতে সফলতা না পেলেও গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ১০৭ রান করেছেন তিনি। 

ওপেনিংয়ে ব্যাট করা প্রসঙ্গে স্টোকস বলেন, ‘হ্যাঁ, আমি সত্যিই এই নতুন ভূমিকা উপভোগ করছি। আমি এখন থেকে অনেক আগে আমি ম্যাকার (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে কথা বলেছি। আইপিএল সাধারণত বছরের শুরুতে হয়, এর আগেও আমাদের আলোচনা হয়েছিল। এটি এমন কিছু যা আমি ধীরে ধীরে করতে চাইতাম।’

চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেন করেছিলেন স্টোকস। যেখানে ৫৭ বলে অপরাজিত ৭৮ রান করেছিলেন তিনি। এরপর অবশ্য জাতীয় দলের হয়ে আর ওপেন করার সুযোগ হয়নি তার। 

ইংলিশ দলে জেসন রয়, টম ব্যান্টন, জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলসের ওপেনার থাকায় সেখানে সুযোগ পাওয়া কঠিন বলে মনে করেন তিনি।

স্টোকস বলেন, ‘ইংল্যান্ড দলে আমরা মানসম্পন্ন বেশ কয়েকজন ব্যাটসম্যান পেয়েছি, এর মধ্যে রয়েছে জেসন রয়, টম ব্যান্টন, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, যারা সবাই উদ্বোধনী ব্যাটসম্যান। সেখানে জায়গা পাওয়া সত্যিই কঠিন। হ্যাঁ, রাজস্থান রয়্যালসে আমাকে যে সুযোগ দেয়া হয়েছে সেই সুযোগ আর দায়িত্বটা বেশ উপভোগ করছি।’