পাকিস্তান ক্রিকেট

অধিনায়কত্ব হারানো নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন আজহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:46 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার আলী। সম্প্রতি গণমাধ্যমে এমন গুঞ্জন তৈরি হয়েছে। তবে এসব গুঞ্জন কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক।

জিম্বাবুয়ে বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার আগে সম্প্রতি আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করার কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

গণমাধ্যমে গুঞ্জন রয়েছে আজহারের পরিবর্তে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাবর আজম। যদিও অনেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানেরও পাকিস্তানের টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনা দেখছেন।

করাচিতে এক ভার্চুয়াল বৈঠকে আজহার বলেন, ‘পিসিবি আমার সাথে এ বিষয়ে কথা বলেনি। আমি এই গুজবগুলো গণমাধ্যমের বরাত জানতে পারি। তাই আমি এ বিষয়ে কিছু বলার মতো অবস্থানে নেই। এই মুহূর্তে কেউ যখন এই বিষয়ে আমার সাথে কথা বলেনি, তখন আমি কী বলতে পারি। এগুলোকে আমি কেবল গুজব ছাড়া অন্য কিছু মনে করছি না।’

আপাতত নিজের অধিনায়কত্ব নিয়ে কথা না বলে আন্তর্জাতিক ক্রিকেট ও প্রথম শ্রেণির ক্রিকেটে মনোযোগ দিতে চান এই টেস্ট অধিনায়ক। তিনি জানিয়েছেন, তার সঙ্গে পিসিবি থেকে যখন কেউ আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে তখন এ নিয়ে কথা বলবেন। 

আজহার বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে ভাবার কোনও অর্থ হয় না। কারণ আমি আপাতত প্রথম শ্রেণির ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটের দিকে মনোনিবেশ করছি। দেখুন যখন কেউ আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কথা বলবে, তখন আমি কিছু বলার মতো অবস্থানে থাকব।’

জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার আগে পিসিবির প্রধান নির্বাহীর এমন বক্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ইতোমধ্যে এ নিয়ে পিসিবির সমালোচনা করেছেন শোয়েব আখতার ও ইনজামাম উল হক।