আইপিএল

ঘুরে দাঁড়াবে বেঙ্গালুরু, বিশ্বাস কোহলির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:39 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের ভুলগুলো শুধরে আগামী ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে চায় রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। এমনটাই জানিয়েছেন দলটির অধিনায়ক বিরাট কোহলি।

গত বুধবার আবু ধাবিতে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামে বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কোহলির দল। পরে সূর্যকুমার যাদবের অপরাজিত ৭৯ রানের সুবাদে ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।

এই জয়ের ফলে আট ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করে নেয় তারা। যেখানে প্লে অফ নিশ্চিত করতে এখনো আরো একটি ম্যাচে জয় পেতে হবে বেঙ্গালুরুকে। গত ম্যাচে হেরে গেলেও বেশ আত্মবিশ্বাসী কোহলির দল।

এই আত্মবিশ্বাসটাকে আগামী ম্যাচ এমনকি দীর্ঘ সময় ধরে রাখতে চান তিনি। এছাড়াও গত ম্যাচের ভুলগুলো শুধরে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতেও আশাবাদী তিনি। প্লে অফ খেলতে হলে সামনের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কোহলিদের জন্য।

এ প্রসঙ্গে কোহলি বলেন, 'পরের ম্যাচে আমরা এই আত্মবিশ্বাসটাকে অবশ্যই কাজে লাগাতে চাই। এই ম্যাচে আমরা যেসব ক্ষেত্রে ভালো করেছি সেগুলো দীর্ঘ সময়ের জন্যও ধরে রাখতে চাই। কোন সন্দেহ নেই যে আমরা আমাদের ভুলগুলি সংশোধন করতে যাচ্ছি। কেননা সামনে আমাদের বেশ কয়েকটি কঠিন ম্যাচ রয়েছে।'

মুম্বাইয়ে বিপক্ষে পরাজয়টাকে বেশ ইতিবাচক হিসেবে নিচ্ছেন কোহলি। তাদের জয়ের মানসিকতা বেশ স্পষ্ট ছিল এবং পয়েন্ট তালিকার শীর্ষ দলটির বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েই খুশি কোহলি।

তিনি বলেন, 'আমি মনে করি এই ধরণের উইকেটে ১৬ ওভার পর্যন্ত ভালো বল করা যায়। আমরা আমাদের কাজটা ঠিকমত করতে পেরেছি বলেও আমি মনে করি। আমাদের জয়ের মানসিকতা স্পষ্ট ছিল। পয়েন্ট তালিকার শীর্ষ দলটির বিপক্ষে জয়ের ক্ষেত্রে আমরা খুব বেশি দূরে ছিলাম না।'