Connect with us

আইপিএল

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রাহুল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী মাসে অষ্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে ভারত। সেই সিরিজকে সামনে রেখে লোকেশ রাহুলকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত সোমবার অষ্ট্রেলিয়ার বিপক্ষে  ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

দলের সিনিয়র খেলোয়াড়রা ইনজুরিতে পড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজর কাড়া বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। এমনকি হ্যামেস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে কোনো সংস্করণেই ভারত দলে নেই নিয়মিত সহ-অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিরাট কোহলির সহকারি হিসেবে তাই রাহুলকেই বেছে নিয়েছে বিসিসিআই।

ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ায় নিজেকে খুব গর্বিত মনে করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এত বড় দায়িত্ব পাওয়ার প্রত্যাশা না করলেও সহ-অধিনায়ক হিসেবে চ্যালেন্জ নিতে প্রস্তুত আছেন তিনি। এজন্য নিজের যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সহ-অধিনায়কের দায়িত্ব পাবার নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'এটি খুবই খুশির এবং গৌরবের মুহুর্ত। আমি মোটেও এটি প্রত্যাশা করিনি। কিন্তু আমি অনেক খুশি। আমি এই দায়িত্ব এবং চ্য়ালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি আমার দলের জন্য সর্বোচ্চ দিতে যথাসাধ্য চেষ্টা করব।'

অষ্ট্রেলিয়ার সফরের জন্য বেশ মুখিয়ে আছেন রাহুল। আগামী ২-৩ সপ্তাহ নিজের জন্য খুব গুরুত্বপূর্ণও মনে করছেন তিনি। এ বিষয়ে রাহুল আরো বলেন, 'আসন্ন সফরটির জন্য আমি মুখিয়ে আছি। কিন্তু তার আগে ২-৩ সপ্তাহ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের ২-৩ মাসও আমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই মুহুর্তে আমি একটি দিনের চিন্তা করছি এর বেশি আপাতত ভাবছি না।'

রাহুল অধিনায়ক হিসেবে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে পয়েন্ট তালিকার নিচে থেকে চতুর্থ স্থানে তুলে এনেছেন। এবারের আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ধারণা করা হচ্ছে আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ তাকে সহ-আধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিসিআই।

বিজ্ঞাপন

সর্বশেষ

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

বিগব্যাশ থেকে ব্যান্টনের নাম প্রত্যাহার

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

আইনের ফাঁক খোঁজায় আমরা পটু

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে রাজশাহী

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

ইনিংস হারের লজ্জা এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

২ বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাথান লায়ন

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

খুলনার অনুশীলনে যোগ দিলেন খালেদ

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

চট্টগ্রামে মুমিনুলের বদলি রুয়েল

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

'বাউন্সার খেলতে না পারলে, তুমি কনকাশন সাব এর যোগ্য নও'

৫ ডিসেম্বর, শনিবার, ২০২০

সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা

৪ ডিসেম্বর, শুক্রবার, ২০২০

ম্যাচ না জিতলে ভালো খেলার মূল্য নেই: রনি

বিজ্ঞাপন
আর্কাইভ


বিজ্ঞাপন