বাংলাদেশ ক্রিকেট

মরগান-মালানদের কোচের মুখে টেস্ট ক্রিকেটের স্তুতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:07 বৃহস্পতিবার, 29 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  

বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে ব্যস্তই দেখা গেল টবি রেডফোর্ডকে। আফিফ হোসেন-নাঈম শেখকে নিয়ে লম্বা সময় কাজ করলেন এই ইংলিশ কোচ। কিভাবে পা বাড়িয়ে খেলতে হবে, বল ছাড়তে হবে বা মাথার পজিশন কেমন হবে সেটাই আরেকটু পরিষ্কার করে দেখাচ্ছিলেন তিনি। 

এই জুটির পর পারভেজ ঈমন-আকবর আলীকে নিয়েও আলাদা কাজ করতে দেখা গেল টবিকে। সকাল ৯টা বাজে শুরু হওয়া এইচপি দলের অনুশীলন চললো দুপুর একটা পর্যন্ত। পুরো সময়টাই তিনি ব্যস্ত ছিলেন খেলোয়াড়দের নিয়ে, মাঝে এক ফাঁকে একাডেমি মাঠে থাকা দুই নির্বাচক হাবিবুল বাশার এবং মিনহাজুল আবেদীন সঙ্গেও করলেন আলোচনা।

টবি বাংলাদেশে এসেছেন বেশিদিন হয়নি। তাই এখনও এখানের কন্ডিশন এবং মানসিকতার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের এইচপি দলের সঙ্গে কাজ করার আগে তিনি কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে। এছাড়া ইংলিশ কাউন্টি দল মিডেলসেক্সেও ছিলেন তিনি। 

ইংল্যান্ডের ইয়ন মরগান-ডেভিড মালানদেরকেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। সেই মরগানই এখন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম বিধ্বংসী ক্রিকেটার। মালানও এই দুই ফরম্যাটেই খেলে চলেছেন। তবে টি-টোয়েন্টিতেই বেশী সফল তিনি। 

ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারদের সাবেক কোচ অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে টেস্টের মানসিকতা তৈরি করতে আগ্রহী। ইতোমধ্যে তিনি বোর্ডকে জানিয়েছেন, কয়েকজন ক্রিকেটারকে লঙ্গার ভার্সনের জন্যই তিনি প্রস্তুত করতে চান।

বছর দুয়েক আগে উইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স খুব কাছ থেকেই দেখেছিলেন টবি। সে সময় ক্যারিবিয়ানদের ছিলেন তিনি। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, দুটি টেস্টই ৩দিনে শেষ হয়েছিল।

ক্যারিবিয়ান পেসারদের তোপের মুখে পাত্তাই পায়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে টবি বলেন, 'দুই বছর আগে আমি উইন্ডিজ দলের সঙ্গে ছিলাম, বাংলাদেশ সেই সফরে ২টি টেস্টই ৩দিনে হেরেছিল। পেসার গ্যাব্রিয়েল এবং বাকিদের তোপে উড়ে গেছিল দলের টপ অর্ডার। কিন্তু সেই সিরিজের পর সাদা বলে সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশকে আমি দেখতে পেয়েছিলাম। কারণ তারা দুইটি সিরিজই জিতেছিল।'

'এ কারণেই আমি বোর্ডকে বলেছি যে  আমি কয়েকজনকে টেস্টের জন্য প্রস্তুত করতে চাই। যারা টেকনিকালি ভালো, ঘন্টায় ৯০ মাইলের বল খেলতে পারে এবং ৪-৫ ঘন্টা টানা ব্যাটিং করবে। এমনকি লম্বা সময় বোলিংও করতে পারবে। এজন্যই ১৪-১৫দিনের এই ক্যাম্প চলছে,' আরও যোগ করেন টবি।