বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বঙ্গবন্ধুর নামে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:57 মঙ্গলবার, 27 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজনের পর এবার ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নভেম্বর-ডিসেম্বরে নির্ধারিত এই টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ দলের দল মালিকানার জন্য নামীদাম ব্যবসায়িক প্রতিষ্ঠান/সংস্থা/এজেন্সি/কনসোর্টিয়াম ব্যক্তিদের দরপত্র আহ্বান করেছে বিসিবি। আগ্রহীদের পহেলা নভেম্বরের পূর্বে বিসিবি কার্যালয়ে দরপত্র জমা দিতে বলা হয়েছে। যা পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমেও।

৫ দলের এই টুর্নামেন্ট ১৫ নভেম্বর মাঠে গড়ানোর কথা থাকলেও তা এক সপ্তাহ পেছাতে পারে। যদিও ১৫ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরিকল্পনাতেই কাজ চালিয়ে যাচ্ছে বোর্ড। সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে শুধুমাত্র মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

আসন্ন এই টুর্নামেন্টে থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। প্রেসিডেন্টস কাপের ফাইনালের দিনই বোর্ড সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছিলেন। তবে প্রতি দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় কোচরা। টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট শেষে জানুয়ারীর শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। 

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০২০-২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে ২০২০ সালের পুরোটা জুড়েই চলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

যার প্রেক্ষিতে গেল বছর আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে একটি টি-টোয়েন্টি সিরিজও হওয়ার কথা ছিল। যদিও করোনার প্রাদুর্ভাবে পরবর্তীতে তা আর মাঠে গড়ায়নি। তবে বিসিবি এই সিরিজটি আয়োজনের ব্যাপারে এখনও আশাবাদী।