আইপিএল ২০২০

এখনো প্লে-অফে খেলতে আশাবাদী গিল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:27 মঙ্গলবার, 27 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

গত সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এখনো দুটি ম্যাচ বাকি থাকায় প্লে অফে খেলতে আশাবাদী দলটির উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল।

পাঞ্জাবের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৯ রান সংগ্রহ করতে পারে কলকাতা। জবাবে ক্রিস গেইল ও মানদ্বীপ সিংয়ের অর্ধ-শতকে ১৮.৫ ওভারে সেই রান টপকে যায় পাঞ্জাব। ফলে ৮ উইকেটের পরাজয় মেনে নিতে হয় কলকাতাকে। 

বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে কলকাতা। গেল ম্যাচে হারার কারনে প্লে-অফে খেলার সম্ভাবনা কমে গেলেও এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেন কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যান শুভমন গিল। কেননা গ্রুপ পর্বে এখনও কলকাতার দুটি ম্যাচ বাকি।

গিল বলেন, 'আমাদের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা প্লে-অফে  খেলার যোগ্যতা অর্জন করতে পারব।'

দলের পক্ষে একমাত্র অর্ধ শতক পূর্ণ করেছেন গিল। এছাড়া অধিনায়ক ইয়ন মরগানের ৪০ রান ছাড়া বলার মত আর কেউই তেমন রান সংগ্রহ করতে পারেননি। তাই ব্যাটসম্যানদের ব‌্যর্থতাকেই দলের পরাজয়ের অন্যতম কারন মানছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
  
তিনি বলেন, 'আমি মনে করি এটি আমাদের দিন ছিল না। মাঝের ওভারগুলোয় আমরা ভালোই খেলছিলাম। নবম ওভারে আমরা ৯০ রানে ৩টি উইকেট হারিয়েছিলাম। কিন্তু মরগান আউট হবার পর আমরা আর খেলায় ফিরতে পারিনি।'

'আমাদের ১৫-২০ রান কম ছিল বলে আমি মনে করি। মাঝের ওভারগুলোয় আমরা স্ট্রাইক রোটেট করে খেলতে পারিনি। যদি আমরা সেটা করতে পারতাম তাহলে আরো ২০-২৫ রান যোগ করা সম্ভব হত।'