বিগ ব্যাশ

বিগ ব্যাশে খেলা হচ্ছে না ডি ভিলিয়ার্সের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:44 মঙ্গলবার, 27 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশের আসন্ন আসরে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ব্রিসবেন হিটের সঙ্গে আসন্ন আসরের জন্য চুক্তি করেননি সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান।

সন্তান জন্ম নেবার পর খেলায় ফিরতে চাইলেও কোয়ারেন্টাইন জটিলতায় তা সম্ভব নয় ডি ভিলিয়ার্সের পক্ষে। যে কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

শুরুর দিকে তার খেলা নিয়ে সবকিছু ঠিকঠাক মতো চলছিল। কিন্তু পরবর্তীতে বেশ কিছু জটিলতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে বলে জানিয়েছেন ব্রিসবেনের হেড কোচ ড্যারেন লেহম্যান। ডি ভিলিয়ার্সের ও তার স্ত্রীর এমন সুন্দর সময়ের জন্য সন্তুষ্ট। 

লেহম্যান বলেন, ‘প্রথমদিকে তার ফিরে আসার বিষয়গুলো ঠিকঠাক মনে হয়েছিল। কিন্তু সেখানে কয়েকটি কারণ উদ্ভূত হয়েছে যা সকলের পরিকল্পনা পরিবর্তন করেছে। প্রধান সমস্যা হচ্ছে কোভিড-১৯ সময়ে আন্তর্জাতিক ভ্রমণ।'

'খুব শীঘ্রই এবি এবং তার স্ত্রী ড্যানিয়েল তাদের তৃতীয় সন্তানের প্রত্যাশা করছেন। স্বাভাবিকভাবেই আমরা তাদের জন্য খুবই খুশি। আগামী কয়েক মাস তাদের জন্য খুব বিশেষ সময়।’

বিগ ব্যাশের গত আসরে খুব একটা ভালো খেলতে পারেননি ডি ভিলিয়ার্স। গত আসরে ৬ ম্যাচে ২৪.৩৩ গড়ে ১৪৬ রান করেছিলেন তিনি। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তিনি। ১১ ম্যাচে ৩২৪ রান করেছেন এই তারকা ক্রিকেটার। ভবিষ্যতে তাকে দলে নিতে তার সঙ্গে যোগাযোগ রাখছেন টিম ম্যানেজম্যান্ট। 

লেহম্যান বলেন, ‘আমরা তার সঙ্গে যোগাযোগ রাখব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে তিনি দুর্দান্ত খেলছেন। সুতরাং স্পষ্টতই পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আমরা তার সঙ্গে কাজ করতে চাই।’

ডি ভিলিয়ার্সকে দলে নিতে না পারলেও লেগস্পিনার মুজিব উর রহমানের সঙ্গে আবারও চুক্তি করেছে দলটি। তৃতীয়বারের মতো বিগ ব্যাশে খেলবেন এই আফগান স্পিনার। বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিং এ দুইয়ে থাকা এই স্পিনারকে আবারও দলে ভেড়াতে পেরে খুশি দলটি।