পাকিস্তান ক্রিকেট

আজহারকে জোর করে অধিনায়কত্ব দেয়া হয়েছে: শোয়েব

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 13:22 মঙ্গলবার, 27 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট অধিনায়কত্ব না নিতে চাইলেও আজহার আলীকে নাকি জোর করে অধিনায়কত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি বোর্ডের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। একই সঙ্গে আজহারের উপর অকারণেই পিসিবি চাপ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন চলছে টেস্ট অধিনায়কত্ব হারাতে চলেছেন আজহার। যদিও বিষয়টি গণমাধ্যমের সামনে এনেছিলেন পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান। কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার আগে সম্প্রতি আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করার কথা জানান তিনি। 

জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার আগে পিসিবির প্রধান নির্বাহীর এমন বক্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। স্থানীয় একটি টিভি চ্যানেলে শোয়েব বলেন, ‘আজহার প্রথমে টেস্ট অধিনায়ক হতে চায়নি। তার উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা (পিসিবি) অকারণে তার উপর চাপ দিচ্ছে। এখন সে বদলি হতে চলেছে।’

আজহার অধিনায়কত্ব করতে চান কি-না এই সিদ্ধান্ত তাঁকেই নেয়ার পরামর্শ দেন শোয়েব। তিনি বলেন, ‘আজহারের প্রতি আমার পরামর্শ হলো সে খেলায় মনোনিবেশ করুক এবং শেষ পর্যন্ত ঘোষণা করুক যে সে দলকে নেতৃত্ব দিতে চায় কি-না। আপনার মাথার উপরে তলোয়ার ঝুলানোর কোনো মানে হয় না।' 

আজহার ইস্যুতে পাকিস্তান দলে বিভেদ সৃষ্টি করছে পিসিবি বলে দুই দিন আগে দাবি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও। কিংবদন্তী এই ক্রিকেটারের মতে অধিনায়ক ইস্যু  নিয়ে গণমাধ্যমে এমনভাবে আলোচনা করলে দলের মাঝে অবশ্যম্ভাবীভাবে বিভেদ সৃষ্টি করবে। একই সঙ্গে ক্রিকেটারদের মাঝে আস্থা এবং ঐক্যের সংকটও দেখা দেবে। 

অধিনায়ক পরিবর্তনের ব্যাপারটি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ঘোষণা দেয়া উচিত ছিল বলে মতামত দেন ইনজামাম। তিনি বলেন, 'পিসিবির প্রধান নির্বাহী বলেছেন যে নিউজিল্যান্ড সফরের টেস্ট দল ঘোষণার আগে তারা আজহার আলীর অধিনায়কত্ব পর্যালোচনা করবে। এই ধরনের বক্তব্য দলে বিভেদ সৃষ্টি করতে পারে। আপনি যদি অধিনায়ককে পরিবর্তন করতে চান, আপনার জিম্বাবুয়ে সিরিজের পরে ঘোষণাটি দেয়া উচিত ছিল।’