Connect with us

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

অস্ট্রেলিয়া সফরে পরিবার নিতে পারবেন কোহলিরা?


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

তিনটি টেস্ট এবং সমান সংখ্যক ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এই সফরে অস্ট্রেলিয়া সরকারের বেঁধে দেয়া কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে হবে বিরাট কোহলিদের।

অবশ্য এই সফরে পরিবার সঙ্গে নিতে পারবেন কিনা খেলোয়াড়েরা সেটি এখনও নিশ্চিত নয়। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজেও এই ব্যাপারটি খোলাসা করতে পারেননি। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়ায় ভারতের প্রায় সব ক্রিকেটারই দীর্ঘদিন ধরে আছেন জৈব সুরক্ষা বলয়ে। যে কারণে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তাদের সঙ্গে পরিবার পাঠানোর অনুমতি চেয়েছে (অস্ট্রেলিয়ার কাছে) ভারত।

এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘আমরা এই ব্যাপারে অনুরোধ করেছি যেহেতু ক্রিকেটাররা অনেক দিন ধরে আইপিএল খেলছে।তারা এরই মধ্যে ৮০ দিন ধরে জৈব সুরক্ষা বলয়ে আছে। আমি পরিবার যাওয়ার অনুমতি না দেয়ার কোনো কারণ দেখি না। অস্ট্রেলিয়ান বোর্ড এটা দেখছে। আশা করি সব ঠিকভাবে হবে।'

কোয়ারেন্টাইন ইস্যুতে এখনো দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারলেও এই বিষয়ে আলোচনা চলছে বলে জানান বিসিসিআই সভাপতি। সফরকালেে সুরক্ষিত পরিবেশকে অগ্রাধিকার দেয়ার পক্ষে তিনি।  

সৌরভ বলেন, 'আমরা এখনো জৈব সুরক্ষা ও মেডিকেল ইস্যুতে আলোচনা করছি। যেহেতু এটা অনেক লম্বা সফর হবে। কিন্তু অস্ট্রেলিয়া এখন প্রায় কোভিড মুক্ত। আসলে আমরা চেষ্টা করছি সবকিছু ঠিক ও নিরাপদ রাখতে।’

বিজ্ঞাপন

সর্বশেষ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

পারলে ‘সুইচ হিট’ থামানোর চেষ্টা করো!

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

নাটারাজনকে দলে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন শেবাগ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

সবুজের গালিচায় 'ধোঁকা' খেলো ওয়েস্ট ইন্ডিজ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

প্রতারণা করেনি ইংল্যান্ড!

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

শফিউলের ইনজুরিতে ভাগ্য খুললো খালেদের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

মাশরাফির ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

‘উইকেট খুবই খারাপ’

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের পর বিশ্বকাপে চোখ বাটলারের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

আইপিএলে বাড়ছে দল, অপেক্ষা সিদ্ধান্তের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

ইনজুরিতে শফিউল

বিজ্ঞাপন
আর্কাইভ


বিজ্ঞাপন