ভারতীয় ক্রিকেট

দল যখন উদযাপনে ব্যস্ত, কোহলি তখন জিমে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:34 সোমবার, 26 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তার অধীনে ভারত পেয়েছিল জয়ের স্পৃহা। বিরাট কোহলি সেটাকেই পরের ধাপে নিয়ে গেছেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক।

২০০৭ সালে ভারতের নেতৃত্ব পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলে ধোনি। এরপর ২০১১ সালে ভারতকে দ্বিতীয় বিশ্বকাপের স্বাদ পাইয়ে দেন এই অধিনায়ক। ধোনি যেভাবে ভারতে সামনে এগিয়ে নিচ্ছিলেন সেটাকে আরও উপরে নিয়ে যাচ্ছেন কোহলি। 

ক্রিকেটের প্রতি কোহলির যে তাড়না সেটা যেকোনো তরুণের জন্যই আদর্শ। শন পোলক এর উদাহরণ টানতেই একটি ঘটনার কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে ভারত জয় পেয়েছিল। দল যখন উদযাপনে  ব্যস্ত তখন কোহলিকে জিমে দেখেছিলেন পোলক।

এ প্রসঙ্গে পোলক বলেন, ‘ধোনি নেতৃত্ব নেওয়ার পর দলের জয়ের খিদে বাড়িয়ে তুলেছিলেন। তীব্র স্পৃহা নিয়ে আসেন। তাঁর নেতৃত্বের ধরনটা ঠান্ডা মেজাজের। কিন্তু ক্রিজে নেমে প্রতিটি রানের জন্য দৌড়েছে, সে যেভাবে নিজেকে পরিচালনা করেছে, দলকে সামলেছে সেটা ছিল দুর্দান্ত। ধোনি হচ্ছে এমন একজন যে উদ্দেশ্যটাকে লক্ষ্য করেছিল। কোহলি সেটাকে পরের ধাপে নিয়ে গেছে।'

কোহলির প্রসঙ্গ টেনে এই প্রোটিয়া পেসার বলেন, ‘কোহলি এই তাড়নাটুকু ধরে রেখেছে। সেবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাভাষ্য দিচ্ছিলাম, ম্যাচটা একটু আগেই শেষ হয়ে যায়। খেলোয়াড়েরা হোটেলে ফিরে গিয়েছিল। আমি জিমে গিয়ে প্রতিদিনের খেলা শেষে সেখানে কোহলিকে দেখতাম। তারা ম্যাচ জিতেছিল এবং জয়টা উদ্‌যাপন করছিল কিন্তু সে (কোহলি) জিমে ঘাম ঝরিয়ে যাচ্ছিল। ধোনি দলে জয়ের প্রতি তীব্র স্পৃহা এনে থাকলে কোহলি তা পরবর্তী ধাপে নিয়ে গেছে।’