আইপিএল ২০২০

স্টোকস ঝড়ে উড়ে গেল মুম্বাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:00 সোমবার, 26 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৫তম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার বেন স্টোকস। ৩ ছক্কা এবং ১৪ চারের সাহায্যে মাত্র ৬০ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন এই ইংলিশ রিক্রুট।

স্টোকসের এই বিস্ফোরক ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে রাজস্থান।  এই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে স্টিভ স্মিথের দল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মুম্বাইয়ের দেয়া ১৯৫ রানের লক্ষ্যও মামুলি বানিয়ে ফেলেন স্টোকস। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।

স্টোকস ছাড়াও দারুণ ব্যাটিং করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। ৩টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ৩১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটসম্যানের তান্ডবে মিডল অর্ডারের কেউই ক্রিজে নামার সুযোগ পাননি। মুম্বাইয়ের হয়ে ৪০ রান খরচায় ২ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন। 

এর আগে ম্যাচটির শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের ভারপ্রাপ্ত দলপতি কাইরন পোলার্ড। পরবর্তীতে খেলতে নেমে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে মুম্বাই।

২১ বলে অপরাজিত ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে নিজেকে নতুন করে প্রমাণ করেন অলরাউন্ডার হার্দিক। যেখানে ৭টি ছক্কা এবং ২টি চার মারেন তিনি। একটি ছক্কা এবং ৪টি চারের মাধ্যমে ২৬ বলে ৪০ রানের আরেকটি দারুণ ইনিংস উপহার দেন ৩০ বছর বয়সী যাদব।

এছাড়া ওপেনার ইশান কিশান ৩৭ এবং চার নম্বরে ব্যাটিংয়ে নামা সৌরভ তেওয়ারি ৩৪ রান করেন। রাজস্থান রয়্যালসের পক্ষে ইংলিশ পেসার জফরা আর্চার এবং লেগ স্পিনার স্রেয়াশ গোপাল ২টি করে উইকেট নেন। আর একটি উইকেট শিকার করেন ডানহাতি পেসার কার্তিক তেয়াগি। 

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৯৫/৫ (২০ ওভার) (হার্দিক ৬০*, যাদব ৪০; আর্চার ২/৩১, গোপাল ২/৩০) 

রাজস্থান রয়্যালস: ১৯৬/২ (১৮.২ ওভার) (স্টোকস ১০৭*, স্যামসন ৫৪*; প্যাটিনসন ২/৪০, পোলার্ড ০/১৮)