বিসিবি প্রেসিডেন্টস কাপ

ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের পূর্বে করোনা পরীক্ষা করিয়েছিলেন নাজমুল হাসান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 00:27 সোমবার, 26 অক্টোবর, 2020

 || ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশের আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন নাজমুল হাসান। ফলাফল নেগেটিভ আসার পরই ক্রিকেটারদের সংস্পর্শে এসেছেন তিনি। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বোর্ড প্রেসিডেন্ট।

রবিবার প্রেসিডেন্ট কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল নাজমুল একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। যেখানে হেসেখেলে ৭ উইকেটের তুলে নিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহবাহিনী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল হাসান।

টুর্নামেন্ট শুরুর পর থেকেই নিয়ম মেনে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন ক্রিকেটাররা। তাই করোনা পরীক্ষা না করিয়ে মাঠে প্রবেশ করার সুযোগ ছিল না বোর্ড প্রেসিডেন্টেরও। বিকেলে ফলাফল হাতে পাওয়ার পরই মাঠে এসেছিলেন তিনি।

এ কারণেই ফাইনালের শুরু থেকে মাঠে ছিলেন না নাজমুল হাসান। তিনি বলেন, 'আজকেই করোনা পরীক্ষা করিয়ে এসেছি। এখানে তো খেলা শুরু হয়েছে দেড়টায়। তো বললো যে আমাকে নাকি মাঠের ভেতরে গিয়ে ওদের ট্রফি দিতে হবে।' 

'তখন বললাম আমি যৌব সুরক্ষিত পরিবেশ ভেঙ্গে ওদের সামনে যাব? তাইলে আমার তো পরীক্ষা করতে হবে। সকাল বেলা পরীক্ষা করিয়েছি, ৫টা ২০ এ ফলাফল পেয়েছি নেগেটিভ। তারপর রওনা দিলাম। কারণ এটা তো আমার দায়িত্ব, আমার মাধ্যমে কেউ অসুস্থ হোক এটা তো আমি চাই না' আরও যোগ করেন বোর্ড সভাপতি। 

সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর বিসিবির চোখ এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ৫ দলের এই টুর্নামেন্ট শুরু হতে পারে নভেম্বরের ১৫ তারিখ। যেখানে অংশ নেবেন সাকিব আল হাসানও। তবে কোনো বিদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে থাকছে না এটা অনেকখানই নিশ্চিত করেছেন বোর্ড প্রেসিডেন্ট।