প্রেসিডেন্টস কাপ ২০২০

তাসকিনের ফেরা নিয়ে সন্দিহান ছিলেন পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:43 রবিবার, 25 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  

ইনজুরি আর অফফর্ম যেন পিছু ছাড়ছিল না তাসকিন আহমেদের। যে কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এই পেসার। তাসকিনের এমন অবস্থায় তার ফেরা নিয়ে সন্দিহান ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বোলিং অ্যাকশনের নিষেথাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি ঢাকার এই পেসার। ২০১৭ সালে ওয়ানডে ও টেস্ট আর ২০১৮ সালে সর্বশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন এই ডানহাতি পেসার। ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার ‍লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। 

তাতেই কপাল খুলেছিল তাসকিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন এই ডানহাতি পেসার। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি অভিষেকে ৫ উইকেট নেয়া এই পেসারের। ইনজুরির কবলে পড়ে ছিঁটকে যান তিনি। এরপর কয়েকবার স্কোয়াডে জায়গা পেলেও একাদশে খেলতে পারেননি।

তাসকিনের জাতীয় ফেরা নিয়ে সন্দিহান থাকলেও সদ্য শেষ হওয়া প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি। সেই সঙ্গে রুবেল  হোসেন ও সুমন খানের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। 

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এখানে সবচেয়ে ভালো লেগেছে তাসকিনকে। যেভাবে সে ফিরে এসেছে। এক সময় আমরা মনে করেছিলাম ওর আর জাতীয় দলে জায়গা পাওয়া হবে না। রুবেলও ভালো বোলিং করেছে। সুমন খান নতুন একটা ছেলে দেখেছি।’

ইনজুরি থেকে ফিরে সদ্য শেষ হওয়া প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টটা দারুণ কাটিয়েছেন তাসকিন। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪.৪৮ ইকোনোমি রেটে ৭ উইকেট নিয়েছেন এই পেসার। যেখানে একবার ৩৬ রানে ৪ উইকেটও নিয়েছিলেন। যে কারণে কামব্যাক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।