কর্পোরেট লিগ

কর্পোরেট লিগে বিদেশি আনার ইচ্ছে নেই বিসিবির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:57 রবিবার, 25 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

নভেম্বরের মাঝামাঝিতে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসর কর্পোরেট লিগ। ওই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়রা খেলবেন কিনা এমন প্রশ্ন ছিল চারদিকে। এর আগে কয়েকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোবাবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের পর এই বিষয়ে মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। পাঁচ দলের এই টুর্নামেন্টে কোনো বিদেশি দেখা যাবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। 

তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারটা আমরা রাখতে চাচ্ছি না। এই মুহূর্তে এটাতে না। সবচেয়ে বড় কথা কী বিদেশি ক্রিকেটার আনতে গেলে ব্যাটসম্যানই পাচ্ছি সব। ব্যাটসম্যান এনে লাভটা কী। আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না, কর্পোরেট হাউজের লাভ হলে হতে পারে।’

বিদেশি ক্রিকেটারদের অন্যান্য ব্যস্ততার কারণে কর্পোরেট লিগে পাওয়া যাবে না ভালো বিদেশি বোলারদের। তাই এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না বলে সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন নাজমুল হাসান পাপন। 

তিনি বলেন, ‘আমার ভালো বোলারও চাই।  ভালো ভালো বোলারররা আসুক, ফাস্ট বোলাররা আসুক, স্পিন বোলররা আসুক। আমাদের ব্যাটসম্যানরা খেলুক। ওরকম যেহেতু পাওয়া যাচ্ছে না। তাই আমাদের আগ্রহ নাই।’