প্রেসিডেন্টস কাপ ২০২০

তরুণ পারফর্মারদের মাহমুদউল্লাহর সাধুবাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:38 রবিবার, 25 অক্টোবর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযেগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। করোনার এমন পরিস্থিতিতে খেলার সুযোগ করে দেয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

করোনার প্রাদুর্ভাবে চলতি বছরের মার্চে স্থগিত হয়েছে যায় সবধরনের খেলাধুলা। তখন থেকেই ক্রিকেটের বাইরে ছিল ক্রিকেটাররা। যে কারণে ঘরে বসে থাকতে থাকতে বিষণ্ণ হয়ে যাচ্চিল ক্রিকেটাররা। তাই করোনার এমন পরিস্থিতিতে এমন একটি টুর্নােমেন্টের প্রয়োজন ছিল বলে মনে করেন রিয়াদ।

টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়ার জন্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের এই অধিনায়ক। সেই সঙ্গে টুর্নামেন্টটি বেশ ভালো হয়েছে বলেও জানান তিনি। 

রিয়াদ বলেন, ‘এই টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়ার জন্য পাপন ভাইকে ধন্যবাদ। অসাধারণ একটি টুর্নামেন্ট হয়েছে। এটার খুবই প্রয়োজন ছিল। কারণ আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ঘরে বসে থেকে আমরা বিষণ্ণ ছিলাম। সেই সময় বিসিবির উদ্যোগে আমরা ক্রিকেটে ফিরেছি।’

টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিশেষ করে বলতে গেলে পেসার সুমন খান, লেগ স্পিনার রিশাদ হোসেনরা। সেই সঙ্গে ব্যাট হাতে বেশ ভালো সময় পার করেছেন ইরফান শুক্কুর। রিয়াদ মনে করেন, তরুণদের জন্য টুর্নামেন্টটি বেশ ভালো হয়েছে। তরুণদের পাশাপাশি অন্য ক্রিকেটাররা ভালো করেছেন বলে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, ‘টুর্নামেন্টটা অনেক অনেক ভালো হয়েছে। সকলের জন্যই ভালো হয়েছে বিশেষ করে তরুণদের জন্য। সব তরুণরা এবং অন্য খেলোয়াররা ভালো খেলতে পেরেছে। আমি আমার দলের স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। তারা অনেক কষ্ট করেছে। কোচিং স্টাফদেরও ধন্যবাদ।'

রবিবারের ফাইনালে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাসের ৬৯ বলে ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে ১২২ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহবাহিনী।