দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা?

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 13:39 রবিবার, 25 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। রবিবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য আইল্যান্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তারা।

আইল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী, সিরিজ খেলতে ১২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় পা রাখবে দিমুথ করুনারাত্নের দল। সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন শেষে নিজেদের মাঝে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে দেশটি।

সবকিছু ইতিবাচক থাকলে নির্ধারিত সূচির আগেও সফরে যেতে পারে শ্রীলঙ্কা। যদিও এখনও সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি সিরিজটির। এসএলসির এক কর্মকর্তা জানিয়েছেন, ডারবান কিংবা পোর্ট এলিজাবেথে আয়োজন করা হতে পারে বক্সিং ডে সিরিজের দুই টেস্ট।

সর্বশেষ গত বছর দক্ষিণ আফ্রিকা সফর করেছিল শ্রীলঙ্কা। সেবার এশিয়ার প্রথম দেশ হিসেবে সিরিজ জিতেছিল তারা। করোনার কারণে বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজগুলো ইতোমধ্যে স্থগিত হয়েছে।

যদিও চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করতে চেয়েছিল এসএলসি। কিন্তু দুই দেশের মাঝে কোয়ারেন্টাইনের সময়কাল নিয়ে বনিবনা না হওয়ায় আরেক দফায় স্থগিত হয় সিরিজটি।চলমান বছরের জুনে ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও এখনও দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারেনি শ্রীলঙ্কা।

তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা সাজাচ্ছে লঙ্কানরা। সেই সঙ্গে স্থগিত হওয়া সিরিজগুলো আগামী দুই বছরের মধ্যে আয়োজন করা হবে বলে জানিয়েছেন এসএলসির এক কর্মকর্তা।