আইপিএল ২০২০

আত্মতুষ্টিই কাল হয়ে দাঁড়িয়েছে ওয়ার্নারদের

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 12:57 রবিবার, 25 অক্টোবর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

 

শনিবার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে মাত্র ১২৬ রানে আটকে দিয়েও ম্যাচ জিততে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে সহজ ম্যাচ কঠিন করে হারতে হয়েছে তাদের। তাই স্বাভাবিকভাবেই হতাশা প্রকাশ করেছেন দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।  

পাঞ্জাবের দেয়া লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৬.২ ওভারে ৫৬ রান তোলে ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো জুটি। কিন্তু রবি বিষ্ণইয়ের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ওয়ার্নার ফিরলে তাসের ঘরে পরিণত হয় হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ।

দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও কেউ সেভাবে হাল ধরতে পারেননি এদিন। ফলে ম্যাচটি ১২ রানে হেরে মাঠ ছাড়তে হয় হায়দরাবাদকে। অধিনায়ক ওয়ার্নারের মতে দলের ব্যাটসম্যানরা আত্মতুষ্টিতে ভোগার কারণেই সহজ জয় হাতছাড়া হয়েছে তাদের।   

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলীয় ওয়ার্নার বলেন, 'আমরা সঠিকভাবে কাজটি করতে পারিনি। হয়তো আমরা মাঝখানে কিছুটা আত্মতুষ্টিতে ভুগছিলাম। আমরা ম্যাচটিকে গত ম্যাচের (রাজস্থান রয়্যালসের বিপক্ষে) মতো শক্তভাবে নেইনি।'

ওয়ার্নারের মতে পাঞ্জাবকে অল্প রানে আটকে ফেলার পর গা ছাড়া একটি মনোভাব তৈরি হয়েছিল তাঁর দলের ব্যাটসম্যানদের মাঝে। সেকারণেই দিন শেষে পরাজয়ের কাতারে থাকতে হয়েছে হায়দরাবাদকে। একই সঙ্গে বেশ কিছু বল নষ্ট করাকেও কারণ হিসেবে দেখছেন তিনি।

ওয়ার্নারের বক্তব্য, 'আমার মনে হয় আমরা ভেবেছিলাম খুব সহজেই এই রান করতে পারবো। এরপর আমরা বল ছেড়েছি বেশি। ক্রিকেট খেলায় এমনটাই হয়। আপনি যদি আপনার প্রতিপক্ষকে একবার সুযোগ দেন তারা দ্রুতই সেটা লুফে নেবে।'

এবারের আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ৪ ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ওয়ার্নারের দল। ২৭ অক্টোবর পরবর্তী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে তারা।